আগে গান নিয়ে চর্চায় থাকছেন গায়ক শেখ সাদী। এখন পরিমণি সঙ্গে নানা সম্পর্কে জড়িয়েও চর্চিত হয় তার নাম। আদালতে পরীমণির জামিনদার হওয়ার পর ইতিমধ্যে তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে! দু’জনেই অবশ্য তা অস্বীকার করেছেন।
এদিকে, আবারও দু’জনকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সমাজমাধ্যমে ‘পরী’ সম্পর্কিত এক পোস্ট দিয়েছেন সাদী। সাদা পোশাকে নিজের তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য!’
সাদীর এই পোস্টে নায়িকা পরী মণি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’
এ ছাড়া অভিনেত্রী তাঁর নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে চাঁদ নিয়ে বানানো একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে প্রজাপতি আর ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার চাঁদ.
সাদীর সেই পোস্টে একজন লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘বাঙালির সন্দেহ আজ অবধি কোনোটা ভুল হয়নি, এটাও হবে না।’ অন্যদিকে, পরী মণির পোস্টেও অনেকে সাদীকে ঘিরে মন্তব্য করছেন।
দু’জনকে ঘিরে নতুন এই আলোচনার বিষয়ে পরীমণি কিংবা সাদী—কারও মন্তব্য পাওয়া যায়নি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার