বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতি কানাডার
Published: 10th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদেশি বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি (এফআইপিএ) নিয়ে কারিগরি আলোচনার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কানাডা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় কানাডার মন্ত্রী বলেন, এফআইপিএ স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়ীরা উৎসাহিত হবেন। তারা এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখবেন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশের যুবশক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কানাডার শিল্প-কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান। এছাড়া তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার অনুরোধ জানান।
উত্তরে কানাডার মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ থেকে যেকোনো বৈধ শিক্ষার্থীকে স্বাগত জানাই। কানাডায় শিক্ষার্থী ভিসার সংখ্যা কমানোর সাম্প্রতিক সিদ্ধান্ত বিশেষভাবে বাংলাদেশিদের লক্ষ্য করে নেওয়া হয়নি।
আমরা ভিসার সংখ্যা কমিয়েছি, তবে বাংলাদেশিদের জন্য কোনো বৈষম্য নেই। বাংলাদেশ থেকে বৈধ শিক্ষার্থীরা সবসময়ই স্বাগত, যোগ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার অর্থ ফেরত আনতে কানাডার সহযোগিতা চান। তিনি বলেন, কানাডায় ‘বেগমপাড়া’ নামে একটি এলাকা রয়েছে, যেখানে দুর্নীতিবাজদের পরিবারের সদস্যরা বসবাস করছেন।
তিনি আরও বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, কারণ এটি সর্বত্র ছড়িয়ে রয়েছে।
কানাডার মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আমরা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বা লুট হওয়া সরকারি অর্থ কানাডায় চাই না।
সাক্ষাৎকালে কানাডার মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমি জানি, বাংলাদেশের জনগণ আপনাদের এবং আপনার দলের ওপর অনেক আশা ও প্রত্যাশা রাখে।
প্রধান উপদেষ্টা ও কানাডার মন্ত্রী বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়েও আলোচনা করেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন কানাডার হাইকমিশনার অজিত সিং ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: ক ন ড র মন ত র
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।
অভিযুক্ত ধর্ষক স্কুলছাত্র মোহাম্মদ (১৫) রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের নারুয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।
শুক্রবার (১৪ মার্চ) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এরআগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।
শিশুটির পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। গত রবিবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে ওই বাড়িতে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। একই দিন বিকেলে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়।
ভুক্তভোগীর বাবা বাড়িতে না থাকায় পরের দিন সোমবার পরিবারের স্বজনেরা শিশুকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে ওষুধপত্র নিয়ে বাড়িতে চলে আসেন। কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বৃহস্পতিবার (১৩ মার্চ) শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ডা. রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশংকামুক্ত। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
ঢাকা/অদিত্য/টিপু