ভোলায় ‘ডেভিল হান্ট’ অপারেশনে আটক ১৪ আ.লীগ নেতাকর্মী
Published: 10th, February 2025 GMT
ভোলায় ‘ডেভিল হান্ট’ অপারেশনের আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক হয়েছেন। গতকাল বোরবার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে আনন্দ শোভাযাত্রা ১৪৩২
‘উৎসবে আনন্দে রচি মানবিক পৃথিবীর গান’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আনন্দ শোভাযাত্রা, দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
সোমবার স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সকাল সাড়ে ৮টায় ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা। এর পর সকাল ৯টায় স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শুরু হয় বর্ণিল আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি স্টামফোর্ড ইউনিভার্সিটির বাস্কেটবল গ্রাউন্ড থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাস্কেটবল গ্রাউন্ডে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান বৈশাখী মেলার স্টল উদ্বোধন করেন। পরে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুর ১টায় শেষ হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি আয়োজিত বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩২। সংবাদ বিজ্ঞপ্তি।