বন্ধ থাকা পাটকল ব্যক্তিখাতে চালু হবে: বাণিজ্য উপদেষ্টা
Published: 10th, February 2025 GMT
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘‘দেশের বন্ধ থাকা পাটকল ব্যক্তিখাতে লিজের মাধ্যমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। লিজগ্রহীতা হিসেবে ব্যবসায়ীরা বন্ধ হয়ে যাওয়া পাটকলে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।’’
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে খুলনায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে একথা বলেন তিনি।
বশিরউদ্দীন বলেন, ‘‘গত সপ্তাহে কুড়িগ্রামে বন্ধ থাকা সরকারি টেক্সটাইল মিল বেসরকারি খাতে লিজের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে আরো তিনটি মিল লিজ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যায়। সরকারি ব্যবস্থাপনায় পাটকল চালুর ক্ষেত্রে কেবল হাজার কোটি টাকা লোকসান ছাড়া দীর্ঘ মেয়াদে ফলপ্রসূ কিছুই হয়নি। তাই সরকারের মালিকানায় থাকা জুট ও টেক্সটাইল মিলগুলো ব্যক্তিখাতে ছেড়ে দেওয়ায় পরিকল্পনা রয়েছে।’’
‘‘দেশে বিদ্যমান সব পাটকল চালু রাখতে বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন পাটের প্রয়োজন কিন্তু দেশে পাটের উৎপাদন কেবল ১২ লাখ মেট্রিক টন। উপরন্তু সারা বিশ্বে বার্ষিক পাটের উৎপাদন মাত্র ২৫ লাখ মেট্রিক টন। সেক্ষেত্রে কেবল পাট দিয়ে এতগুলো প্রতিষ্ঠান চালু রাখা বাস্তবসম্মত নয়। তাই পাটকলগুলো বেসরকারি খাতে লিজ প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল করে পাটভিত্তিক শিল্পের পাশাপাশি অন্য শিল্প কারখানা স্থাপনের সুযোগ রাখা হচ্ছে’’- যোগ করেন তিনি।
উপদেষ্টা আরো বলেন, ‘‘খুলনার দৌলতপুর জুট মিলটি বেসরকারি উদ্যোগে চালু হওয়ায় প্রায় সাত শ লোকের কর্মসংস্থান হয়েছে। ক্রমান্বয়ে এখানে আরো তিন হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’’
এ ধরনের সফল উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের পথ খুলে যাবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘‘মিলটিতে বেসরকারি উদ্যোগে পাটপণ্য এবং জুতোর উৎপাদন একসাথে চালু রেখে ইতিবাচক ও লাভজনক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সরকারিভাবে বাস্তবায়ন ততটা ফলপ্রসূ হয় না।’’
উপদেষ্টা বলেন, ‘‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কারসাজির ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয়। দেশে বিভিন্ন পণ্যের মজুত ও সরবরাহের ওপর সরকারের নজরদারি রয়েছে। এই মুহূর্তে ভোজ্যতেলের বাজারে যে সাময়িক সংকট রয়েছে, তা অল্প কয়েকদিনের মধ্যে কেটে যাবে।’’
পরিদর্শনকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও দৌলতপুর জুট মিলের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসনাত/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট ব সরক র
এছাড়াও পড়ুন:
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে শিক্ষাবৃত্তি, সুযোগ এইচএসসিদের
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করবে। এটি শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতাধীন।
দরকারি তথ্য১. এইচএসসি বা সমমান অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
২. আবেদনপত্রের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা http://www.sjiblbd.com/schoarship থেকে সংগ্রহ করা যাবে।
বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা
১. বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে:
বিজ্ঞান বিভাগে জিপিএ-৫। অন্য বিভাগে জিপিএ-৪.৮০।
২. সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে:
বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৮০। অন্য বিভাগে জিপিএ-৪.৫০।
আরও পড়ুনপুলিশ স্টাফ কলেজে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স৪২ মিনিট আগেজেনে রাখুন১. আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০–এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
২. যেসব আবেদনকারীর পিতা বা মাতা বা অভিভাবকের বাত্সরিক আয় দুই লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
৩. বর্ণিত যোগ্যতা ও আবেদনপত্রের ফরমে উল্লিখিত শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৪. অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৫. আবেদনের শেষ তারিখ: ১৩ মে ২০২৫।
৬. নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫আবেদনপত্র পাঠানোর ঠিকানাহেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নম্বর–৪, ব্লক–সি ডব্লিউএন (সি), গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.sjiblbd.com