বরিশালের গৌরনদী উপজেলার সুন্দনদী গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাত ৪টার দিকে মুখোশধারী ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল একটি পিকআপ নিয়ে মজিবর ঘরামীর বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গৃহকর্তা মজিবর ঘরামী (৬০), তার স্ত্রী মমতাজ বেগম (৫০) এবং ছেলে মুদি দোকানী মামুন ঘরামী (৩৬) আহত হন। গুরুতর আহত মামুন ঘরামীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৃহকর্তার স্ত্রী মমতাজ বেগম জানান, রাত ৪টার দিকে ডাকাত দল প্রথমে তাদের খোপের মুরগিগুলো ছেড়ে দেয়। এতে শব্দ শুনে তিনি ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ডাকাতরা তাকে ঠেলে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে স্বামী-স্ত্রীকে মারধর করে।

এ সময় তাদের ছেলে মামুন ঘরামী ঘুম থেকে উঠে ডাকাতদের দেখে চিৎকার শুরু করলে ডাকাতরা তাকে রাম-দা দিয়ে আঘাত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে তিনি দৌড়ে মসজিদে গিয়ে মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জেগে ওঠে।

তবে মসজিদের মাইকে ঘোষণা শুনে স্থানীয়রা ছুটে আসার আগেই ডাকাত দল নগদ তিন লক্ষ টাকা, ২টি স্বর্ণের চেইন, ১টি আংটি, ১ জোড়া কানের দুল, ১টি ব্রেসলেটসহ ২ ভরি ২ আনা স্বর্ণালঙ্কার ও ৬টি বিদেশি ব্যাগ লুট করে পিকআপে করে পালিয়ে যায়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

ইউনুস মিয়া জানান, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গৃহকর্তার ছোট ভাই আজগর ঘরামীর ছেলে আল আমীন ঘরামী (৩৮) কে আটক করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। 

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল ম ন ঘর ম গ রনদ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভার্ন্যান্স স্টাডিজে মাস্টার্স, প্রয়োজন সিজিপিএ ২.৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভার্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ১৭তম ব্যাচ ১ম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটির মেয়াদ ১৮ মাস।

ভর্তির যোগ্যতা

১. প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে।

২. স্নাতকসহ সব ধরনের পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

৩. সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ করা প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

আবেদনপত্রের বিস্তারিত

১. ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ২৪ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে (শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে।

যেসব কাগজ জমা দিতে হবে

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে উল্লেখ করা কাগজপত্র জমা দিতে হবে—

১. তিন কপি পাসপোর্ট সাইজের ছবি

২. সব পরীক্ষার সনদ

৩. নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ, জিপিএ ৬ হলেই আবেদনের সুযোগ৭ ঘণ্টা আগে

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা    

কক্ষ নম্বর ৪১০, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন (৪র্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।

ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, সময়: বেলা ৩টা ৩০ মিনিট।

৩. ক্লাসের সময়: প্রতি শুক্র ও শনিবার।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৪ কোর্সে মাস্টার্স, ডিগ্রি পাসেও আবেদন৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ