জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে অবৈধ শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

ওই অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো হলে অবৈধ কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না। জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই তাঁদের সবাইকে হল ছেড়ে দিতে হবে। এক হলের শিক্ষার্থী অন্য হলে অবস্থান করতে পারবে না; অর্থাৎ, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্ব স্ব বরাদ্দকৃত হলেই অবস্থান করতে হবে। হলের বিভিন্ন কক্ষে অবস্থানকারী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর জন্য হল প্রশাসনকে অনুরোধ করা হলো।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন

এছাড়াও পড়ুন:

সাফিউস সামি আলমগীর পেলেন বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড

এক্সিলেন্স ইন ইন্ডাস্ট্রিয়াল লিডারশিপ অ্যান্ড ইনোভেশনের জন্য সম্মাননা পেয়েছেন টাম্পাকো ফয়লস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর। শনিবার রাজধানীর একটি তারকা হোটেলে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে সাপ্তাহিক অর্থকণ্ঠ–এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সাফিউস সামি আলমগীর টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এটি ১৯৭৮ সাল থেকে বাংলাদেশের ফ্লেক্সিবল প্যাকেজিং খাতে পথপ্রদর্শক এবং বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। পাশাপাশি তিনি বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএফপিআইএ) সভাপতির দায়িত্ব পালন করছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পর্কিত নিবন্ধ