Risingbd:
2025-02-11@01:11:36 GMT

পরীর প্রেমে মগ্ন সেই সাদী!

Published: 10th, February 2025 GMT

পরীর প্রেমে মগ্ন সেই সাদী!

ঢাকাই সিনেমার লাস্যময়ীকন্যা পরীমণি ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে মুখরোচক খবর রটেছে। সর্বশেষ তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন চাউর হয়।

পরীমণি-সাদীর সম্পর্কের ইস্যু নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। এবার শেখ সাদীর একটি ফেসবুক পোস্ট আলাদাভাবে নেটিজেনদের নজর কেড়েছে। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেছেন সাদী।  

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন শেখ সাদী। এসব ছবির ক্যাপশনে ইংরেজি ভাষায় দুটি বাক্য লেখেন। যার বাংলা অর্থ দাঁড়ায়— “মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য।” সাদীর এই পোস্ট ঢালিউড চিত্রনায়িকা পরীমণিরও নজরে পড়েছে। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরীমণি লেখেন, ‘ওহ’।

আরো পড়ুন:

নিরবের সঙ্গী পরীমণি

বাধার মুখে অপু, পরীমণির প্রশ্ন— মজা না?

এরপর থেকে পরীমণি-সাদীর সম্পর্কের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। সাদীর পোস্টে অনুরাগীরা মন্তব্য করছেন। একজন লেখেন, “দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।” আরেকজন লেখেন, “আমাদের সন্দেহ ঠিক ছিল।” অপর আরেকজন লেখেন, “আগেই ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ