টাঙ্গাইলে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
Published: 10th, February 2025 GMT
টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম আবদুল হালিম (৩৫)। তিনি কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে। নিহত ভ্যানযাত্রীর নাম রাজ্জাক আকন্দ (৫৪)। তিনি একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুর ইসলাম বলেন, ব্যাটারিচালিত ভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানচালক ও যাত্রী ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম আবদুল হালিম (৩৫)। তিনি কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে। নিহত ভ্যানযাত্রীর নাম রাজ্জাক আকন্দ (৫৪)। তিনি একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুর ইসলাম বলেন, ব্যাটারিচালিত ভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানচালক ও যাত্রী ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।