চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি দেখছেন সিমন্স
Published: 10th, February 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আট দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট। তবে বিপিএলের ব্যস্ত সূচির কারণে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাননি। এখন পর্যন্ত মাত্র দুই দিন অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তরা, আর দেশ ছাড়ার আগে আরও দুই দিন প্রস্তুতির সুযোগ পাবেন। এরপর ১৩ ফেব্রুয়ারি রাতের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবে দল। সব মিলিয়ে কাঙ্ক্ষিত প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের তৃতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিমন্স। তিনি বলেন, ‘আমি একমত যে এটি আদর্শ প্রস্তুতি নয়। তবে তারা ক্রিকেট খেলছে, তাও সাদা বলের। এর মানে তারা স্কিলের দিক থেকে শার্প রয়েছে। আমরা তাদের পারফর্ম করতে দেখেছি, এখন মানসিকতা ওয়ানডে ফরম্যাটের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।
সামনের দুটি অনুশীলন সেশন ভালোভাবে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে সিমন্স বলেন, ‘আমাদের আরও দুটি সেশন আছে। দিনে ও রাতে ব্যাট-বলের অনুশীলন করে ৫০ ওভারের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
বিপিএল শেষে জাতীয় দলের অনুশীলনে কোনো লিগ আলোচনা হয়নি বলে জানান তিনি, ‘আমাদের দুই দিনের অনুশীলনে বিপিএল নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেটাররা দীর্ঘ সময় ব্যাটিং ও নিখুঁত বোলিংয়ের দিকে মনোযোগ দিচ্ছে। আমার মনে হয় না, বিপিএল তাদের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল স মন স ব প এল স মন স
এছাড়াও পড়ুন:
তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাকি দুই পুলিশ কর্মকর্তা হলেন- বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এই তিন কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, বর্তমানে ওএসডি হিসেবে অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহর বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে গত ৯ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করেন।
সেহেতু, মো. শহিদুল্লাহকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানের বিরুদ্ধে ফকিরহাট থানার মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালত তাকে বাগেরহাট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
সেহেতু, আবুল হাসনাত খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে সোনাইমুড়ী থানার মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়।
সেহেতু, মোহাম্মদ আসাদুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালে আসাদুজ্জামান সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাপ্য হবে।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ