পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়ায় মো. আল-আমীন নামে এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়। ঘটনার সত্যতা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন। 

ওসি মারুফ হোসেন বলেন, “অভিযুক্তের বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলে আল-আমীনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পত্তাশী বাজার থেকে চাকরিচ্যুত সেনা সদস্য আল আমীনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে আদালতে পাঠানে হয়েছে।” 

আরো পড়ুন:

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেপ্তার হলেন যারা

মা-মেয়ের বিভৎস হত্যাকাণ্ডের পর অভিযুক্তের বাড়িতে আগুন

এলাকাবাসী জানান, উপজেলার চরনী পত্তাশী গ্রামের আল-আমীন ২০২৪ সালে নারী সংক্রান্ত  ঘটনায় প্রথম স্ত্রীর দেওয়া অভিযোগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরে চারিত্রিক সমস্যার কারণে তাকে তার দ্বিতীয় স্ত্রীও তালাক দিয়ে চলে যান। এসব বিষয়ে আল-আমীন তার বাবাকে দোষারোপ করতে থাকেন।

গতকাল রবিবার সকালে আল-আমীন চট্টগ্রাম থেকে বাড়িতে এসে তার বাবাকে দা হাতে নিয়ে খুঁজতে থাকেন। স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ বাড়িতে গেলে আল-আমীন পালিয়ে যান। ফিরে এসে আল-আমীন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে বাইরে এনে সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখেন। পরে তিনি বসত ঘর আগুন দেন। 

ঢাকা/তাওহিদুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ