বেরোবির নাম রংপুর বিশ্ববিদ্যালয় করার দাবি শিক্ষার্থী
Published: 10th, February 2025 GMT
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে। কিন্তু ২০০৯ সালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ রাখেন। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত ছিল। এর মাধ্যমে রংপুরবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসলকে নস্যাৎ করা হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রংপুরে আগে থেকেই বেগম রোকেয়ার নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেমন- বেগম রোকেয়া সরকারি কলেজ, পায়রাবন্দে সরকারি কলেজ, একটি হাইস্কুল ও একটি বালিকা বিদ্যালয় রয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের কোন যৌক্তিকতা ছিল না। বিশ্ববিদ্যালয়ের নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ থাকলে তা অঞ্চলটির পরিচয় বহন করত। অবিলম্বে প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবি করেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, “আমরা নাম পরিবর্তন নয়, প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহাল চাই। সাতদিনের মধ্যে এ বিষয়ে ইতিবাচক কোন সিদ্ধান্ত না আসলে আমরা কঠোর আন্দোলনে যাব। প্রয়োজনে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির সদস্য সচিব রহমত আলীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমন্বয় ও শিক্ষার্থীরা।
ঢাকা/আমিরুল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব গম র ক য়
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার