রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে ‘কিছু হাড় ও আলামত’ সংগ্রহ করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার সকাল নয়টার দিকে সিআইডির ক্রাইম সিন বিভাগের একটি দল সেখানে গিয়ে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান প্রথম আলোকে বলেন, কিছু হাড় বা আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছিল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত কিছু আলামত সংগ্রহ করেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর বলতে পারবেন আসলে আলামতগুলো কীসের।

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাড়িটির অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে এই বাড়িতে উৎসুক জনতার ভিড় রয়েছে। অনেকে রড, ইট খুলে নিয়ে যাচ্ছেন। গতকাল শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি সংলগ্ন ভবনের নিচে কাজ করেছে ফায়ার সার্ভিস। সেখান থেকে পানি নিষ্কাশন করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন৩২ নম্বরে কেউ বের করছেন পানির পাইপ, কেউ রড, কেউ বৈদ্যুতিক তার৩ ঘণ্টা আগে

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

আরও পড়ুনগুঁড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি ০৬ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ধ নমন ড স আইড

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার কমপক্ষে ৫৭ বার ফাঁসি হওয়া উচিত: আমান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “৫৭ জন সেনা কর্তকর্তা হত্যার দায়ে শেখ হাসিনার কমপক্ষে ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। কারণ তার নির্দেশে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়।” 

বৃহস্পতিবার (১৩ মার্চ) যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে আমান উল্লাহ আমান দলের নতুন ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আমান বলেন, “হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই দেশ আজ গণতান্ত্রিক ধারায় ধাবিত হচ্ছে। সেই সকল শহীদ ও গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি হবে। এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কখনো ফিরে আসার সুযোগ নেই।” 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলন বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় আমান উল্লাহ আমান আরও বলেন, “দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে তার মধ্য দিয়ে সজাগ ও সর্তক থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্তীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারংবার বলেছেন ঐক্যের কোন বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ। বিএনপি অতীতে বারবার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আগামী দিনেও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।”

আমান উল্লাহ আমান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মধ্যে উল্লেখ করেছেন, বিগত ১৬ বছর যে সকল রাজনৈতিক দল আন্দোলনে ছিল তাদেরকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তিনি বলেছেন, দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটি তার বড় মনের পরিচয়। আমাদেরকে সর্বদা সজাগ ও সর্তক থেকে লক্ষ্য অবিচল রেখে কাজ করতে হবে।” 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলন বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু মতবিনিময় সভা পরিচালনা করেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব ও কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়া।

ঢাকা/রিটন/এস

সম্পর্কিত নিবন্ধ