সুনামগঞ্জে ‌‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন। 

পুলিশ সূত্রে জানা যায়, সারা দেশে যৌথবাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো.

শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫), ৪ নম্বর শাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাত্তার মিয়া (৭৬) এবং ৩ নম্বর বাহড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।

আরো পড়ুন:

মা-মেয়ের বিভৎস হত্যাকাণ্ডের পর অভিযুক্তের বাড়িতে আগুন

খুলনায় প্রবাস ফেরত যুবকের হাত-পা কাটা ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন মগঞ জ

এছাড়াও পড়ুন:

যারা শয়তান তারাই ধরা পড়বে, ছোট-বড় কোনো শয়তান ছাড় পাবে না

অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সে বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহীতে তিনি বলেন, ‘ডেভিল অর্থ শয়তান। যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। ছোট শয়তান, বড় শয়তান বলে কোনো ভেদাভেদ নেই। আমাদের জালে যে আসবে তাকেই ধরা হবে। কেউ ছাড় পাবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। প্রথমদিনই পাঁচজনকে আটক করা হয়েছে। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে।’ 

রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আজ সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। 
 
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের আগ্রাসন প্রতিহত করায় তাদের ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনাদের এবং চাঁপাইনবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে পার্শ্ববর্তী দেশকে জবাব দিয়েছেন। তারপরও আমি বলব, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। এটা আইনশৃঙ্খলা বাহিনীই দেখবে। কিন্তু ওই সময় যারা এগিয়ে এসেছেন তারা ভাল কাজই করেছেন।’

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাবেন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ যদি দোষী হয়ে চাকরি হারায় তাদের কি ফেরানো উচিত? আপনারা যদি না বলেন তাহলে আমিও না বলব। যদি নির্দোষ হয়ে থাকে, সেটা তো আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।’

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ডেভিল হান্ট’ অভিযানের দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৩৪৩ জন
  • কক্সবাজারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার 
  • সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না: বিএনপি মহাসচিব 
  • ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল
  • সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না, অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
  • অপারেশন ডেভিল হান্টে একদিনে গ্রেফতার ৩৪৩
  • ‘হরিয়ানা থেকে গরুটা হেঁটে হেঁটে আসে না, ভারতীয় চোরাকারবারিরা আনে’
  • যারা শয়তান তারাই ধরা পড়বে, ছোট-বড় কোনো শয়তান ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • যারা শয়তান তারাই ধরা পড়বে, ছোট-বড় কোনো শয়তান ছাড় পাবে না