SunBD 24:
2025-04-17@13:38:05 GMT

জানুয়ারিতে সড়কে ঝরল ৬৭৭ প্রাণ

Published: 10th, February 2025 GMT

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চলতি বছরের জানুয়ারিতে শুধু সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত এবং এক হাজার ২৭১ জন আহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ ছাড়া রেলপথে ৫৯ জন, নৌপথে ১৮ জনের মৃত্যু হয়। সড়ক, রেল ও নৌপথ মিলে ৭৫৪ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ৩০১ জন নিহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। বাস দুর্ঘটনায় ১৫৯ নিহত, ব্যাটারিচালিত-ইজিবাইক-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন।

এ ছাড়া চলতি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে।

উল্লেখ্য, দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: দ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পানি বিতরণ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জে কদমতলী ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ পানি বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মাষ্টার, যুবদল নেতা মাজহারুল ইসলাম মালি, মানিক মাহমুদ, শাহ আলম, দেলা,  জসিম উদ্দিন, শাহ-আলম, ছাত্রদল নেতা নয়ন, সাওন, অভি, মোক্তার, আরিফ, সেলিম, নাহিদ, আসিফ, আসিক, শিখন ও  স্বেচ্ছাসেবকদল নেতা শাহ-আলম প্রমূখ।

এসময় ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া বলেন, অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে আমরা যুবদলের নেতাকর্মীরা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি বিতরন করছি। 

তিনি আরো বলেন পরীক্ষার্থীরা নানবিধ কারণে মানসিক চাপে থাকে এর মাঝে যানজট তাদের চাপকে অনেকাংশে বাড়িয় দেয়, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে হলে পোছাতে পারে তার জন্য আমরা যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি।

সম্পর্কিত নিবন্ধ