জাবিতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়ছেন ২৪৫ জন
Published: 10th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এদিনের পরীক্ষায় আসনপ্রতি লড়ছেন ২৪৫ জন শিক্ষার্থী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের ভর্তি কার্যক্রম শুরু হয়। এই ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ছেলে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৬০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু পরীক্ষা অংশগ্রহণ করছেন।
এদিকে, গতকাল ঢাকা–আরিচা মহাসড়কে যানজটের কারণে সঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী। এজন্য যানজট এড়াতে প্রয়োজনের অধিক সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দ্বিতীয় দিনের পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় প্রথম চারটি শিফটে শুধু ছাত্ররা অংশগ্রহণ করবেন। এছাড়া পঞ্চম শিফটে আইবিএ-জেইউ-এর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘ডি’ ইউনিটে। ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে ৩১০টি আসনের বিপরীতে ৮৬ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ৪৭ হাজার ৬৯১ জন নারী শিক্ষার্থী ও ৩৯ হাজার ৬৪ জন ছেলে শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের জন্য প্রায় ২৮০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। এর মধ্যে প্রায় ৪৮ হাজার ৭৮২ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রথমদিন উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু। সে হিসেবে ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮২ শতাংশ।
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র পর ক ষ পর ক ষ য় ইউন ট প রথম
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ বাড়ি ভাঙচুর করা হয়। সংর্ঘষের ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৮ মার্চ) চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের বাদানুবাদ হয়। পরে তা ঝগড়াতে রূপ নেয়। এ নিয়ে রোববার (৯ মার্চ) প্রথম দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর অন্তত ১০ জন আহত হয়। এরই জের ধরে আজ সোমবার দুপুরে দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় উভয় গোষ্ঠীর লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আরো পড়ুন:
গৌরনদীতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ৯
জামালপুরে শিক্ষার্থী-আইনজীবী সংঘর্ষ, আহত ৮
পুলিশ জানায়, মোল্লা গোষ্ঠীর মো. সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সংঘর্ষের ঘটনায় সন্ধ্যার পর দুই পক্ষেই থানায় মামলা জমা দিয়েছে।
ঢাকা/রুবেল/বকুল