বিপিএল শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য অনুশীলন শুরু করেছিলেন কয়েকজন ক্রিকেটার। রোববার থেকে জাতীয় দলের এই অনুশীলন পেয়েছে আনুষ্ঠানিকতা। কাল ফ্লাডলাইটের নিচেও অনুশীলন হয়েছে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘সেরা প্রস্তুতি’ হচ্ছে না বলেই মনে করেন হেড কোচ ফিল সিমন্স।

কেন? কারণটা স্পষ্ট হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ কী করছেন তা জানলে। পাকিস্তান ও নিউজিল্যান্ড এখন দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে।

আরেক প্রতিপক্ষ ভারতও ওয়ানডে খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর প্রায় দেড় মাসের বিপিএল যাত্রা শেষে দিন দশেকের মধ্যেই তাদের নামতে হবে চ্যাম্পিয়নস ট্রফিতে। প্রস্তুতি বলতে মিরপুরে পাঁচ দিনের ক্যাম্প।

চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতিতে সন্তুষ্ট কি না জানতে চাইলে তাই আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে এটা সেরা প্রস্তুতি হচ্ছে না।’

আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফিতে লম্বা হচ্ছে চোটের মিছিল০৯ ফেব্রুয়ারি ২০২৫

এরপরই অবশ্য প্রস্তুতির ঘাটতিতে খুব বেশি সমস্যা হবে না বিশ্বাস তাঁর, ‘একটা জিনিস বলতে পারি, তারা ক্রিকেট খেলবে আর সেটা সাদা বলেই। এটার মানে হচ্ছে তারা স্কিলের দিক থেকে শার্পই আছে। স্কিল আছে, আমরা তাদের পারফর্ম করতে দেখেছি, এখন কেবল মানসিকতাটা ওয়ানডের জন্য করতে হবে।’

অনুশীলনে বাংলাদেশ দল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৭৬ সদস্যের কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সফটওয়্যার প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত জামান ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাঈম সরকার মনোনীত হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭৬ সদস্যের কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর এম এ রাকিবকে সভাপতি ও আসাদ খানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছিল। এর আট বছরের বেশি সময় পর নতুন কমিটি হলো।

গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যানারে আপাতত রাজনীতিতে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এর পর থেকে ক্যাম্পাসের ভেতরে কোনো ছাত্রসংগঠনকেই দলীয় ব্যানারে কর্মসূচি করতে দেখা যায়নি। তবে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনীতি করার অভিযোগ রয়েছে সংগঠনগুলোর বিরুদ্ধে।

সম্পর্কিত নিবন্ধ