দীপিকা-কঙ্গনার প্রসঙ্গ তুলে যা বললেন ফাতিমা
Published: 10th, February 2025 GMT
চলচ্চিত্র জগতে অভিনেতাদের সঙ্গে বারবার কাজ করতে চান পরিচালকরা। কিন্তু অভিনেত্রীদের সঙ্গে এমনটা সাধারণত ঘটে না বলে মনে করেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফতিমা বলেন, ‘অভিনেতারা ব্যবসা দিতে পারেন। শাহরুখ খানের ছবি বেশি ব্যবসা করে, কারণ তাঁর নিজস্ব দর্শক সব থেকে বেশি। তারকার সঙ্গেই ছবির ব্যবসা জড়িয়ে থাকে। তাই পরিচালকেরাও সে দিকটা বিচার করেন।’
ইন্ডাস্ট্রিতে নির্ভরযোগ্য অভিনেত্রীদের সংখ্যাও কম বলে মনে করেন ফতিমা। তাঁর কথায়, ‘দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রনৌত এবং আলিয়া ভাট রয়েছেন কিন্তু সংখ্যাটা তো কম। তাই বারবার আমাদের ব্যবহার করা হয় না। যে দিন থেকে তাঁদের মতো অভিনেত্রীর ছবি দেখতে দর্শক নিয়মিত প্রেক্ষাগৃহে আসবেন, সে দিন থেকে পরিচালকরাও তাঁদের নিয়ে বারবার কাজ করতে উৎসাহী হবেন।
মুক্তির অপেক্ষায় রয়েছে ফতিমা অভিনীত সিনেমা ‘আপ জ্যায়সা কোই’। এ ছবিতে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন আর মাধবন। অন্যদিকে
অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ ছবিটির শুটিং শেষ করেছেন ফতিমা। এর আগে অনুরাগের ‘লুডো’ সিনেমায় অভিনয়ও করেন তিনি।
ফতিমা বলেন, ‘আমি তো অনুরাগ দাদাকে বলে দিয়েছি, তাঁর যে কোনও ছবিতে যেন আমার জন্য একটা ছোট চরিত্র হলেও রাখেন। আমি অভিনয় করতে রাজি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আল য় ভ ট
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার