অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে খুদে বার্তা আদান-প্রদানের জন্য গুগলের মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। এবার বার্তা আদান-প্রদানের পাশাপাশি দ্রুত ভিডিও কলও করা যাবে অ্যাপটির মাধ্যমে। নতুন এ সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে গুগল। সুবিধাটি চালু হলে গুগল মেসেজেস থেকেই সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।

অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে প্রকাশিত স্ক্রিনশট অনুসারে গুগল মেসেজেসের মাধ্যমে বার্তা আদান-প্রদানেরর সময় চ্যাট উইন্ডোর ওপরের ডান কোণে একটি ভিডিও কল আইকন যুক্ত করা হবে। ব্যবহারকারী যদি ওই আইকনে ক্লিক করেন এবং উভয়ের ফোনেই হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকে, তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কল শুরু হবে। তবে যদি কোনো ব্যবহারকারীর ফোনে হোয়াটসঅ্যাপ না থাকে, তাহলে কলটি স্বয়ংক্রিয়ভাবে গুগল মিটের মাধ্যমে যুক্ত হবে।

আরও পড়ুনমেসেজেস অ্যাপের এই সুবিধার কথা জানেন কি১৩ ডিসেম্বর ২০২৩

গুগল মেসেজেসের ভিডিও কল করার সুবিধা কাজে লাগিয়ে প্রাথমিকভাবে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে ভিডিও কল করা যাবে। পরবর্তী সময়ে গ্রুপ ভিডিও কল করার সুযোগ মিলবে। তবে সুবিধাটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, এটি প্রথমে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

সূত্র: টেকলুসিভ

আরও পড়ুনকম্পিউটার থেকে স্মার্টফোনে বার্তা আদান-প্রদান করবেন যেভাবে২৬ জুলাই ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প

এছাড়াও পড়ুন:

কঠিন সময়ও ‘না’ বলার সাহস দেখিয়েছিলাম: আমির খান

১৪ মার্চ ৬০তম জন্মদিন উদ্‌যাপন করবেন বলিউড সুপারস্টার আমির খান। এবারের জন্মদিনটি বিশেষভাবে উদ্‌যাপন করার পরিকল্পনা এই তারকার। আর তাই ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এই চলচ্চিত্র উৎসবে আমির অভিনীত জনপ্রিয় ছবিগুলো প্রদর্শন করা হবে। এই আয়োজন সামনে রেখে গত রোববার ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আসরে উপস্থিত ছিলেন স্বয়ং আমির খান ও লেখক-গীতিকার জাভেদ আখতার। আমির ও জাভেদ সংবাদ সম্মেলনে কিছু জানা ও কিছু অজানা কথা তুলে ধরেছেন।
গত রোববার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ চলচ্চিত্র উৎসবের ট্রেলার প্রকাশ করা হয়। এই চলচ্চিত্র উৎসবে আমিরের কোন কোন আইকনিক ছবি প্রদর্শিত হতে চলেছে, তা সংবাদ সম্মেলনে জানানো হয়। ভারতজুড়ে উদ্‌যাপিত হবে এই বিশেষ চলচ্চিত্র উৎসব। তাই দর্শক আমিরের আইকনিক কিছু ছবি আবার বড় পর্দায় দেখার আনন্দ নিতে পারবেন।

আরও পড়ুনআমির খান কি আবার প্রেমে পড়েছেন০৮ ফেব্রুয়ারি ২০২৫

এদিনের অনুষ্ঠানে আমির ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়তেও ‘না’ বলার সাহস দেখিয়েছিলাম আমি। তাই আমি এখনো এমন ব্যবহার করতে পারছি। আমি যদি ওই সময়ে সমঝোতা করতাম, তাহলে আমার পুরো ক্যারিয়ার সমঝোতার ওপরই টিকে থাকত।’ নিজের ক্যারিয়ারের সংগ্রামের দিনগুলোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বাজে সময়ে মহেশ ভাটের এক ছবিতে সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার ছবিটা পছন্দ হয়নি। আমি সাহস করে মহেশ ভাটকে এ কথা বলেছিলাম।’

আমির খান

সম্পর্কিত নিবন্ধ

  • কঠিন সময়ও ‘না’ বলার সাহস দেখিয়েছিলাম: আমির খান