গুগলের মেসেজেস অ্যাপ থেকে ভিডিও কলও করা যাবে, কীভাবে
Published: 10th, February 2025 GMT
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে খুদে বার্তা আদান-প্রদানের জন্য গুগলের মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। এবার বার্তা আদান-প্রদানের পাশাপাশি দ্রুত ভিডিও কলও করা যাবে অ্যাপটির মাধ্যমে। নতুন এ সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে গুগল। সুবিধাটি চালু হলে গুগল মেসেজেস থেকেই সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে প্রকাশিত স্ক্রিনশট অনুসারে গুগল মেসেজেসের মাধ্যমে বার্তা আদান-প্রদানেরর সময় চ্যাট উইন্ডোর ওপরের ডান কোণে একটি ভিডিও কল আইকন যুক্ত করা হবে। ব্যবহারকারী যদি ওই আইকনে ক্লিক করেন এবং উভয়ের ফোনেই হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকে, তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কল শুরু হবে। তবে যদি কোনো ব্যবহারকারীর ফোনে হোয়াটসঅ্যাপ না থাকে, তাহলে কলটি স্বয়ংক্রিয়ভাবে গুগল মিটের মাধ্যমে যুক্ত হবে।
আরও পড়ুনমেসেজেস অ্যাপের এই সুবিধার কথা জানেন কি১৩ ডিসেম্বর ২০২৩গুগল মেসেজেসের ভিডিও কল করার সুবিধা কাজে লাগিয়ে প্রাথমিকভাবে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে ভিডিও কল করা যাবে। পরবর্তী সময়ে গ্রুপ ভিডিও কল করার সুযোগ মিলবে। তবে সুবিধাটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, এটি প্রথমে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
সূত্র: টেকলুসিভ
আরও পড়ুনকম্পিউটার থেকে স্মার্টফোনে বার্তা আদান-প্রদান করবেন যেভাবে২৬ জুলাই ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য় টসঅ য প
এছাড়াও পড়ুন:
গুগলের মেসেজেস অ্যাপ থেকে ভিডিও কলও করা যাবে, কীভাবে
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে খুদে বার্তা আদান-প্রদানের জন্য গুগলের মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। এবার বার্তা আদান-প্রদানের পাশাপাশি দ্রুত ভিডিও কলও করা যাবে অ্যাপটির মাধ্যমে। নতুন এ সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে গুগল। সুবিধাটি চালু হলে গুগল মেসেজেস থেকেই সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে প্রকাশিত স্ক্রিনশট অনুসারে গুগল মেসেজেসের মাধ্যমে বার্তা আদান-প্রদানেরর সময় চ্যাট উইন্ডোর ওপরের ডান কোণে একটি ভিডিও কল আইকন যুক্ত করা হবে। ব্যবহারকারী যদি ওই আইকনে ক্লিক করেন এবং উভয়ের ফোনেই হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকে, তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কল শুরু হবে। তবে যদি কোনো ব্যবহারকারীর ফোনে হোয়াটসঅ্যাপ না থাকে, তাহলে কলটি স্বয়ংক্রিয়ভাবে গুগল মিটের মাধ্যমে যুক্ত হবে।
আরও পড়ুনমেসেজেস অ্যাপের এই সুবিধার কথা জানেন কি১৩ ডিসেম্বর ২০২৩গুগল মেসেজেসের ভিডিও কল করার সুবিধা কাজে লাগিয়ে প্রাথমিকভাবে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে ভিডিও কল করা যাবে। পরবর্তী সময়ে গ্রুপ ভিডিও কল করার সুযোগ মিলবে। তবে সুবিধাটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, এটি প্রথমে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
সূত্র: টেকলুসিভ
আরও পড়ুনকম্পিউটার থেকে স্মার্টফোনে বার্তা আদান-প্রদান করবেন যেভাবে২৬ জুলাই ২০২৪