অনেক আগে বাস্তব জীবনে বিয়ে করে সংসারী হয়েছেন মডেল-অভিনেতা মামনুন ইমন। তার স্ত্রী আয়েশা ইসলাম আশা সবসময় শোবিজ অঙ্গন থেকে নিজেকে দূরে রেখেছেন। এবার নাম লেখালেন শোবিজে। ইমন তার স্ত্রী আশার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলেন। এর মাধ্যমে অভিনয়ে নাম লেখালেন আয়েশা।
সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং হয়। স্ত্রীর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, “এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি। রোমান্টিক গল্পের বিজ্ঞাপন। আশা করছি, দর্শকদেরও এটি ভালো লাগবে।”
স্বামী ইমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা বলেন, “ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।”
আরো পড়ুন:
সিনেমার বিশেষ শোতে অতিথি শতাধিক রিকশাচালক
যতটা পাপ কামিয়েছি, তার সবটা মুছে সুন্দরভাবে মরতে চাই: পপি
খুব শিগরি বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচার হবে বলে জানিয়েছেন ইমন।
মামনুন ইমন তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। ২০০৮ সালে আয়েশাকে বিয়ে করেন তিনি। সাত বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার