Risingbd:
2025-04-12@10:04:32 GMT

টাঙ্গাইলে বাসচাপায় ২ জন নিহত

Published: 10th, February 2025 GMT

টাঙ্গাইলে বাসচাপায় ২ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার উপজেলার জোকারচর ১৮ নম্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে অটোরিকশাযোগে এক যাত্রী সল্লা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ও চালক মারা যান। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।’’

আরো পড়ুন:

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ায় ট্রাক উল্টে সার খালে  

ঢাকা/কাওছার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

টার্মিনালে বসে থাকা নড়াইল এক্সপ্রেসের সুপারভাইজার মুসাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা

নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার কালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম সমকালকে বলেন, ‘নতুন বাস টার্মিনাল এলাকায় একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তবে তাৎক্ষণিকভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।'

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ