পঞ্চমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’ (বিআইএফএফ)। আগামী ১৯ ফেব্রুয়ারি বগুড়ায় জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে এ আয়োজন।

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জুরি হিসেবে থাকছেন দেশ ও বিদেশের স্বনামধন্য দশজন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী।

আয়োজকদের তথ্যমতে, এবারের আয়োজনে দেশীয় জুরিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম, গীতিকার সমালোচক ও সাংবাদিক মাহমুদ মানজুর, স্ক্রিপ্ট রাইটার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, লেখক-সাংবাদিক অনিন্দ্য মামুন, চলচ্চিত্র নির্মাতা শায়লা রহমান তিথি।

বিদেশি জুরিদের মধ্যে রয়েছেন মিশর থেকে চলচ্চিত্র নির্মাতা মারওয়া ইলসাকুরি, ভারত থেকে নির্মাতা রাকেশ আন্দানিয়া ও অমল ভাগাত। ইতোমধ্যে অনলাইনে ছবি দেখে জুরিদের বিচারকার্য শুরু হয়েছে বলে জানান উৎসব পরিচালক সূপিন বর্মণ।

তিনি জানান, বিশ্বের ৩৩ দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে যা গতবারের আয়োজনের দ্বিগুণ। নির্বাচিত এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ৭টি ক্যাটাগরিতে প্রদান করা হবে ৭ টি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার।

তিনি বলেন, দেশীয় ৭জন জুরির পাশাপাশি বিদেশের বিদেশের আরও ৩ জন জুরি অংশগ্রহণ করছেন এই উৎসবে।

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর জুরিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এবারের উৎসবে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও থাকছে চারটি চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও মাস্টার ক্লাস। উৎসবে ৬ দেশের ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও চলচ্চিত্রকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র উৎসব চলচ চ ত র ন র ম ত

এছাড়াও পড়ুন:

ফ্যাশন হাউজে বুবলী-দীঘির সিনেমার প্রচারণা

বাঙালি উৎসবপ্রিয়। যে-কোনো উৎসবে পোশাকে বৈচিত্র চান তারা। কিছুদিন পরই ঈদুল ফিতর। ক্রেতার চাহিদা অনুযায়ী, নিত্যনতুন পোশাকের সম্ভার মেলে ধরেছে রাজধানীর ফ্যাশন হাউজগুলো। উৎসবের সময় যত ঘনিয়ে আসছে, জমে উঠছে এইসব ফ্যাশন হাউজ।

এরই মধ্যে জমকালো আয়োজনে রাজধানীর উত্তরায় খন্দকার’স ফ্যাশন হাউজের উদ্বোধন করা হলো। সম্প্রতি ফ্যাশন হাউজটি উদ্বোধন করেন চিত্রনায়িকা শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।

এ সময় উপস্থিত ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, খন্দকার’স ফ্যাশন হাউজের কর্ণধার আরিয়াম খন্দকার। ফ্যাশন হাউজ উদ্বোধন করতে গিয়ে ‘জংলী’ সিনেমা প্রচারণা করেন এই দুই নায়িকা। তাদের অভিনীত ‘জংলী’ সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরো পড়ুন:

অপুর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে সমালোচনা

সবকিছু ভেঙেচুরে বরবাদ হয়ে যাচ্ছে: বুবলী

কেক কেটে খন্দকার’স ফ্লাগশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুবলী-দীঘি। প্রতিষ্ঠানটির অন্যতম পণ্য হ্যাভি প্যাডিং জ্যাকেট, সুয়েট শার্ট, হুডি। সামারের জন্য রয়েছে উচ্চ মানের টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কার্গো জগার্স, পাঞ্জাবি ও অন্যান্য নান্দনিক ডিজাইনের পোশাক ঘুরে দেখেন তারা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • শিবিরকর্মীকে জবাই করে হত্যাচেষ্টা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
  • ফায়জার ঈদ পোশাকে ‘প্রতিবাদ’
  • বর্ণিল ঈদ পোশাক
  • ঢাকার রাশিয়ান হাউজে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
  • শেষ হলো ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক উৎসব
  • প্রকাশ্যে হত্যার প্ররোচনার অভিযোগে আব্বাসীর বিচার দাবি, ২২৩ বিশিষ্টজনের বিবৃতি
  • ব্রাহ্মণবাড়িয়ায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
  • আমির খানের চলচ্চিত্র নিয়ে উৎসব
  • ফ্যাশন হাউজে বুবলী-দীঘির সিনেমার প্রচারণা