গাজীপুরের ৪টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
Published: 10th, February 2025 GMT
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তবে, গাজীপুর ১ (কালিয়াকৈর) আসনে দলটির প্রার্থী কে হচ্ছেন, তা তারা জানাননি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহা. জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘প্রাথমিকভাবে ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে, গাজীপুর -১ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।’’
যেসব আসনে প্রার্থী দেওয়া হয়েছে, সেগুলো হলো: সদর ( গাজীপুর -২) আসনে মহানগর জামাতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী, শ্রীপুর (গাজীপুর-৩) আসনে গাজীপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড.
ঢাকা/রেজাউল/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইপিএলে মাঠেই কেন ব্যাট পরীক্ষা করা হচ্ছে
টি–টোয়েন্টি ক্রিকেটে ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য নেই। এবার আইপিএল শুরুর আগে কথাটা বলেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এর আগে–পরে বলেছেন আরও অনেকেই। কারণটা প্রায় সবার জানা। টি–টোয়েন্টিতে এখন দলগুলো ২০০ পেরিয়ে ৩০০ রান তোলার চেষ্টায় মত্ত। রাবাদার মতে, এভাবে চলতে থাকলে খেলাটির নাম ‘ক্রিকেট’ পাল্টে ‘ব্যাটিং’ রাখা উচিত।
রাবাদার এ কথা নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কানেও পৌঁছেছে। তাই গত রোববার জয়পুর ও দিল্লিতে আইপিএলের দুটি ম্যাচে দেখা গেছে অন্য রকম এক দৃশ্য। দুটি ম্যাচেই মাঠের আম্পায়াররা ক্রিজে আসা ব্যাটসম্যানদের ব্যাটের আকার পরীক্ষা করেন। আইপিএলের ইতিহাসে এমন কিছু এর আগে দেখা যায়নি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আইপিএলে এবারই প্রথমবারের মতো মাঠের আম্পায়ারদের ম্যাচের মধ্যেই ব্যাটের আকার পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিসিসিআই।
আরও পড়ুনচূড়ান্ত হলো ভারতের বাংলাদেশ সফরের সূচি৫ ঘণ্টা আগেব্যাট নিয়মসিদ্ধ আকার অনুযায়ী বানানো হয়েছে কি না, সেটা একটি মাপার বস্তুর মাধ্যমে মাঠেই পরীক্ষা করেন আম্পায়াররা। অতীতে এ পরীক্ষাগুলো ড্রেসিংরুমে করা হতো। কিন্তু রোববার খেলার সময় মাঠেই তা দেখা গেছে। ব্যাটসম্যানদের ব্যাট যদি নিয়ম অনুযায়ী বানানো হয়, তাহলে এ যন্ত্রের সঙ্গে খাপে খাপে মিলে যাবে কিংবা সহজেই এই মাপের মধ্যে প্রবেশ করবে। আকার বড় হলে প্লাস্টিকের এই ত্রিভুজাকৃতির গেজের মধ্যে ব্যাটটি প্রবেশ করবে না কিংবা বাধাপ্রাপ্ত হবে। গেজের গায়ে ব্যাটের নিয়মসিদ্ধ আকারও লেখা আছে—পুরুত্ব ২.৬৮ ইঞ্চি, চওড়া ৪.৩৩ ইঞ্চি, কানা ১.৬১ ইঞ্চি এবং ব্যাটের উল্টো দিকে থাকা বাঁকানো অংশ হবে ০.২০ ইঞ্চির মধ্যে।
ব্যাটের আকার মাপার গেজ