বিপিএল শেষ হওয়ার পরদিনই মাঠে নেমে পড়েছে বাংলাদেশ দল। এর পরও গত শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়া অনুশীলন দেখে অনেকেই বাঁকা হাসি হেসেছেন। এই বিদ্রুপের কারণটা বুঝতে অবশ্য বেশি সময় লাগেনি। টি২০ থেকে এক লাফে ওয়ানডেতে যাচ্ছে বাংলাদেশ। অথচ এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে মানিয়ে নিতে বাংলাদেশ দলের যে কিছুটা সময় লাগে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনার সময় সেটা হয়তো মাথাই ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

চ্যাম্পিয়ন্স ট্রফির ১০ দিন আগে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ভ্রমণ ও নানা আনুষ্ঠানিকতার কারণে সর্বোচ্চ সপ্তাহখানেক অনুশীলনের সুযোগ শান্ত-সৌম্যরা পাবেন কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত ১২ ডিসেম্বর উইন্ডিজে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে তারা। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আড়াই মাস ওয়ানডে না খেলা আবার অজুহাত হয়ে দাঁড়াবে না তো? 

বিসিবির এক কর্তা অবশ্য বলেছেন, বিপিএলের জন্য উইন্ডো অনেক আগে থেকেই নির্ধারিত। তাই এখানে বিশেষ কিছু করার ছিল না। আর বিপিএলে তো ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিলেন। তাই সমস্যা হওয়ার কথা নয়। এ ছাড়া টি২০ ও ওয়ানডে একই ধরনের বলে (সাদা বল) খেলা হয়। ওয়ানডে হলো বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট। এখানে অনভ্যস্ততার প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও জানালেন ওই বিসিবি কর্তা।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দলগুলোর দিকে তাকালেই বাংলাদেশ দলের পরিকল্পনার দীনতা ফুটে ওঠে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আসরের স্বাগতিক পাকিস্তান ৮ ফেব্রুয়ারি থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে। তিন দেশই যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে নিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। 

চলমান ভারত-ইংল্যান্ড তিন ওয়ানডের সিরিজও যে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া, সেটা দুই দলের ব্যাটিং-বোলিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষাতেই পরিষ্কার বোঝা যায়। আসরের আরেক হট ফেভারিট অস্ট্রেলিয়া গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য অসিরা শ্রীলঙ্কার বিপক্ষে ২টি ওয়ানডেও খেলবে।

আফগানিস্তান কেবল আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল দেড় মাস আগে। তারাও বাংলাদেশের মতোই মাঠে নামছে। তারা জিম্বাবুয়ে সফর শেষ করেছে গত ৬ জানুয়ারি। এর পর থেকে তাদের ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। অবশ্য আফগানরা মানিয়ে নেওয়ায় বেশ পটু।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ম য সরক র ল দ শ দল

এছাড়াও পড়ুন:

যশোর সাব রেজিস্ট্রার অফিসে দুদক

জমি রেজিস্ট্রিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে যশোর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের গরিব শাহ সড়ক সংলগ্ন কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর শাখার সহকারী পরিচালক আল আমিন। 

অভিযান শেষে গণমাধ্যমকে আল আমিন বলেন, “সাব রেজিস্ট্রার অফিসের পেশকার ভৈরব চক্রবর্তী ও টাইপিস্ট আসমা খাতুনের কিছু কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” 

আরো পড়ুন:

ফ্ল্যাট দখলের অভিযোগ: টিউলিপসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান

তিনি আরো বলেন, “অভিযানকালে কাউকে আটক করা হয়নি।” অভিযান শেষে কোনো আলামত জব্দ করা হয়েছে কি না সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ