ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার থেকে গতকাল রোববার পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯০০ কেজি সয়াবিন তেল, পরিত্যক্ত দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

আজ সোমবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংখ্যা বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো.

মাসুদ আলম।

পরিত্যক্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গুয়াতেমালায় সেতু থেকে গিরিখাতে বাস, নিহত ৫১

গুয়াতেমালায় একটি মহাসড়কে সেতুর ওপর থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

গুয়াতেমালা সিটিতে স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরীর অগ্নিনির্বাপণ বাহিনীর একজন মুখপাত্র।

সান অগাস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে গাদাগাদি করে যাত্রী নিয়ে বাসটি রাজধানীর মধ্য দিয়ে যাচ্ছিল। একটি ব্যস্ত মহাসড়কে অবস্থিত সেতু পুয়েন্তে বেলিসে থেকে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০ মিটার নিচের গিরিখাতে পড়ে যায়। গিরিখাতের ওপর ওই সেতু দুই পাশের সড়কে সংযুক্ত করেছে।

অগ্নিনির্বাপণ বাহিনীর মুখপাত্র কার্লোস হারনান্দেজ বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারীর মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অগ্নিনির্বাপণ অধিদপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গিরিখাতের নোংরা পানির ভেতর উল্টে থাকা একটি বাসের একাংশ ডুবে আছে।

আরও পড়ুনগুয়াতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা প্রায় ১৫০০৭ নভেম্বর ২০২০

এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বেরনার্দো আরেভালো। তিনি দেশটির সামরিক বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ