ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার থেকে গতকাল রোববার পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯০০ কেজি সয়াবিন তেল, পরিত্যক্ত দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

আজ সোমবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংখ্যা বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো.

মাসুদ আলম।

পরিত্যক্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করা হবে’

দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের বিজয়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এখন থেকে আইসিটি বিভাগ দেশের কৃতি সন্তানদের নিয়মিত সংবর্ধনা দেবে। পাশাপাশি যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাদের লজিস্টিক, কারিগরি এবং ট্রেনিং সহায়তা প্রদান করা হবে। এ সহায়তা আইসিটি বিভাগের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগও প্রদান করবে।”

আরো পড়ুন:

তিন মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টার জরুরি নির্দেশনা

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে প্রধান উপদেষ্টা

তিনি আরো বলেন, “আনুষ্ঠানিকতার বাইরে গত এক বছরে দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে সম্মাননা এবং তাদের সব ধরনের লজিস্টিক সহায়তাও প্রদান করা হবে। তাদের উদ্ভাবনায় প্রয়োজনীয় অবকাঠামো এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফান্ডিং করা হবে।”

ফয়েজ তৈয়্যব বলেন, “তরুণদের উদ্ভাবনের পরিবেশ বাস্তবায়ন না করলে জুলাই অভ্যুত্থানের চেতনা সফল হবে না। এই বিপ্লবের অর্জন তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান এবং দেশে একটি সত্যিকার অর্থে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে পারব। তরুণ প্রজন্মের সৃজনশীলতার জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং যেহেতু নতুন স্টার্টআপগুলোর অধিকাংশই প্রযুক্তিনির্ভর, তাই আইসিটি বিভাগের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

বিশেষ অতিথির বক্তৃতায় আইসিটির সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “প্রযুক্তি যতই দ্রুত এগিয়ে যাক না কেন, আমাদের ক্ষুদে বিজয়ীরা প্রমাণ করেছে যে আমরা পিছিয়ে নেই। আমরা আজ আত্মবিশ্বাসী এবং আগামী আসরে তাদেরকে উদার হস্তে সহযোগিতা করবে আইসিটি বিভাগ।”

২০১৮ সালে শুরু হয়ে ক্রমান্বয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের সফলতা বেড়েছে। এই বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ ১০টি পদক লাভ করেছে। আগামী ডিসেম্বর ২০২৫ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ২৭তম আসর অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে তাদের কোচ মিশাল ইসলামকেও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পদকজয়ী আরিয়েত্রী ও আবরার আবীর তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ