রাজশাহীর পাঁচ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা
Published: 10th, February 2025 GMT
রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার রাতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে মজলিশে শুরার অধিবেশনে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
রাজশাহীতে ৯টি উপজেলা, সিটি করপোরেশনসহ মোট ৬টি সংসদীয় আসন। রাজশাহীর ৯ উপজেলা নিয়ে গঠিত ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সদর আসনে প্রার্থী এখনো দেয়নি সংগঠনটি।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম বলেন, এটা সম্ভাব্য প্রার্থীর তালিকা। নির্বাচনের তফসিল ঘোষণা হলে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে জামায়াতে ইসলামী। আর রাজশাহী সদরের আসনের প্রার্থীও ঘোষণা করা হবে শিগগিরই।
রাজশাহীর পাঁচটি আসনের জামায়াতের প্রার্থীরা হলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের রোকন আবদুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
এই শহরের শিশুরাও পার্কে যেতে চায়
রাজধানীর রমনা পার্ক। পার্কের শিশুচত্বরের স্লিপার বেয়ে নামতে চেষ্টা করছিল ছোট্ট এক মেয়েশিশু। পরনে আকাশি রঙের জামা। ভারসাম্য ঠিক রাখতে স্লিপারের দুপাশ থেকে সন্তানের দুই হাত ধরে রেখেছিলেন মা ও বাবা। শিশুটির নাম আরশী খন্দকার।
বৃহস্পতিবার আরশীর জন্মদিন। তিন বছর পূর্ণ হয়েছে তার। জন্মদিনে ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে বিছানায় শুয়ে শুয়ে বলেছে, ‘আজ তো একটু রমনা পার্কেও যেতে পারতাম।’ জন্মদিনে একমাত্র সন্তানের আবদার মেটাতে তাই পার্কের শিশুচত্বরে ছুটে এসেছেন মা–বাবা।
মা সামিয়া ইয়াসমিন আরশীকে কোলে নিয়ে আদর করতে করতে বললেন, তাঁর এই ছোট্ট মেয়েকে সপ্তাহে অন্তত একদিন রমনা পার্ক বা অন্য কোনো খোলা জায়গায় নিয়ে যেতে হয়। পাশেই দাঁড়িয়ে ছিলেন বাবা খন্দকার রবিউল ইসলাম। তিনি এগিয়ে এসে জানালেন, তাঁর সন্তানটি গাছ ভালোবাসে। বাসার ছাদের গাছে পানি দেয় সে।
জন্মদিনে সন্তান আরশীকে নিয়ে মা–বাবা