কে বেশি কথা বলেন, নারী নাকি পুরুষ, কারণ কী : গবেষণা
Published: 10th, February 2025 GMT
কে বেশি কথা বলেন, নারী নাকি পুরুষ—এ প্রশ্নের উত্তর খুঁজতে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ইউনিভার্সিটির গবেষকেরা একটি গবেষণা করেছিলেন। তাতে দেখা গেছে, নারী ও পুরুষ প্রতিদিন একই পরিমাণে কথা বলেন। উভয়ে দৈনিক গড়ে ১৬ হাজার শব্দ বলেন।
সম্প্রতি ওই গবেষণার একটি হালনাগাদ ফলাফল জানানো হয়েছে। এতে দেখা গেছে, একটি নির্দিষ্ট বয়সসীমায় নারীরা পুরুষের তুলনায় বেশি কথা বলেন। এর বেশ কিছু কারণের কথাও গবেষণায় জানানো হয়েছে।
শব্দ ব্যবহারের তারতম্যের নিশ্চিত কারণ বের করতে পারেননি গবেষকেরা। তবে সম্ভাব্য কিছু কারণের কথা বলা হয়েছে। এর একটি হচ্ছে, ২৫ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে নারীরা মা হন। ওই সময় তাঁদের শিশুসন্তানের সঙ্গে অনবরত কথা বলতে হয়। একই বয়সসীমায় পরিবারের সদস্যদের সেবা করার কাজও নারীদের বেশি করতে হয়। এ কারণে তাঁদের প্রচুর কথা বলতে হয়।গবেষণা প্রতিবেদনটি এ মাসের শুরুতে ‘জার্নাল অব পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’তে প্রকাশিত হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, ‘আর উইমেন রিয়েলি (নট) মোর টকেটিভ দ্যান মেন? এ রেজিস্টার্ড রিপোর্ট অব বাইনারি জেন্ডার সিমিলারিটিজ/ডিফারেন্সেস ইন ডেইলি ওয়ার্ড ইউজ’।
২০০৭ সালে যে গবেষণাটি করা হয়েছিল, সেটাতে ৫০০ নারী ও পুরুষের দৈনন্দিন কথা বলা রেকর্ড করা হয়েছিল। পরে সেসব অডিও রেকর্ড পর্যালোচনা করে শব্দ ব্যবহারের সংখ্যা বের করা হয়। তবে ওই গবেষণার অন্যতম দুর্বলতা ছিল, অংশগ্রহণকারীরা প্রায় সবাই কলেজপড়ুয়া, যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের বাসিন্দা।
হালনাগাদ প্রতিবেদনে গবেষকেরা ৬ লাখ ৩০ হাজার অডিও রেকর্ড পর্যালোচনা করেছেন। ১০ থেকে ৯০ বছর বয়সী ২ হাজার ১৯৭ নারী–পুরুষের কথা বলার রেকর্ড এগুলো। তাঁরা পৃথক চারটি দেশের বাসিন্দা।
গবেষকেরা বলছেন, কথা বলার তারতম্য বা শব্দ কম বা বেশি ব্যবহারের পার্থক্য দেখা যায় ২৫ থেকে ৬৪ বছরের নারী ও পুরুষের মধ্যে। এই বয়সসীমায় একজন নারী প্রতিদিন গড়ে ২১ হাজার ৮৪৫টি শব্দ ব্যবহার করেন। একই বয়সসীমার একজন পুরুষ প্রতিদিন গড়ে ১৮ হাজার ৫৭০টি শব্দ ব্যবহার করেন।গবেষকেরা বলছেন, কথা বলার তারতম্য বা শব্দ কম বা বেশি ব্যবহারের পার্থক্য দেখা যায় ২৫ থেকে ৬৪ বছরের নারী ও পুরুষের মধ্যে। এ বয়সসীমায় একজন নারী প্রতিদিন গড়ে ২১ হাজার ৮৪৫টি শব্দ ব্যবহার করেন। একই বয়সসীমার একজন পুরুষ প্রতিদিন গড়ে ১৮ হাজার ৫৭০টি শব্দ ব্যবহার করেন।
শব্দ ব্যবহারের এই তারতম্যের নিশ্চিত কারণ বের করতে পারেননি গবেষকেরা। তবে সম্ভাব্য কিছু কারণের কথা বলা হয়েছে। এর একটি হচ্ছে, ২৫ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে নারীরা মা হন। ওই সময় তাঁদের শিশুসন্তানের সঙ্গে অনবরত কথা বলতে হয়। একই বয়সসীমায় পরিবারের সদস্যদের সেবা করার কাজও নারীদের বেশি করতে হয়। এই কারণে তাঁদের প্রচুর কথা বলতে হয়। হরমোনজনিত শারীরিক পরিবর্তন নারীদের পুরুষের তুলনায় বেশি শব্দ ব্যবহারের কারণ হতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, কোনো মানুষ সারা দিনে মাত্র ১০০টি শব্দ ব্যবহার করেন। আবার কেউ কেউ প্রতিদিন কথা বলতে ১ লাখ ২০ হাজার শব্দও ব্যবহার করেন।
গবেষকেরা ২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ধারণ করা অডিও রেকর্ড পর্যালোচনা করে দেখেছেন, মানুষের কথা বলা ক্রমেই কমে আসছে। ২০০৫ সালে সব বয়সী মানুষ প্রতিদিন গড়ে ১৬ হাজার শব্দ ব্যবহার করতেন। ২০১৮ সালে তা দৈনিক গড়ে ১৩ হাজার শব্দে নেমে এসেছে।
মানুষের কথা বলার প্রবণতা কেন কমে আসছে—সেটা খুঁজে বের করতে আরও বিস্তারিত গবেষণার কথা বলা হয়েছে। অ্যারিজোনা ইউনিভার্সিটির গবেষকেরা বলছেন, ডিজিটাল মাধ্যমে যোগাযোগের প্রবণতা আগের তুলনায় বেড়ে যাওয়ায় মানুষ তুলনামূলক কম কথা বলছেন। তবে এটা নিয়ে আরও গবেষণা করা দরকার।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড ২৫ থ ক ব র কর বলছ ন র করত
এছাড়াও পড়ুন:
হজযাত্রীদের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ
চলতি বছর পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি সরকার। যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে।
বুধবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, ২০২৫ সনের হজে সরকারি-বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সানের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। যা হজযাত্রীর পাসপোর্ট-এর জন্ম তারিখ থেকে ধরা হবে।
১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। বিষয়টি জরুরি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ