শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) লা লিগা জমিয়ে দেয় মূলত মাদ্রিদ ডার্বির বিতর্কিত ড্র। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের ড্র দেখে সবচেয়ে খুশি হওয়ার কথা বার্সেলোনা ভক্তদেরই। সেই লক্ষ্যে রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে নামে কাতালান জায়ান্টরা। ম্যাচের আধাঘন্টারও বেশি সময় একজন কম নিয়ে খেলেও বড় ব্যবধানে জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ফলে স্প্যানিশ লিগে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান আরও কমাল বার্সা। লা লিগার সেরা ৩ দলের পয়েন্ট এখন ৪৮, ৪৯ এবং ৫০!
রবিবার সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ম্যাচের ৬০ মিনিটে ফেরমিন লোপেজ প্রতিপক্ষ মিডফিল্ডার জিব্রিল সাওকে ভয়ানক ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখেন। যদিও ততক্ষণে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এরপরও সেভিয়া গোলের ব্যবধান কমাতে পারেনি, উল্টো ফ্লিকের দল আরও একতা গোল দিয়ে ৪-১ এর বিশাল ব্যবধানে জয় লাভ করে।
ঘরের মাঠ র্যামন সাঞ্চেজ পিজিয়ানে ম্যাচের সাত মিনিটেই রবার্ট লেভানডভস্কির গোলে পিছিয়ে যায় সেভিয়া। তবে মাত্র এক মিনিটের মধ্যেই সমতা ফেরে সেভিয়া। সাউলের কাটব্যাকে ফাঁকায় বল পেয়ে যান রুবেন ভার্গাস, অনায়াসেই গোল করেন সুইস ফরোয়ার্ড।
আরো পড়ুন:
বিতর্কিত পেনাল্টিতে পয়েন্ট ভাগাভাগি দুই মাদ্রিদের: আড়ালে বার্সার হাসি
ঘরের ছেলে তোরেসের হ্যাটট্রিকে উড়ে গেল ভ্যালেন্সিয়া
বিরতির পর গাভির বদলি হিসেবে নেমে প্রথম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন লোপেজ। পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ৫৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। এরপর ৬০তম মিনিটে লোপেজের সেই লাল কার্ড।
প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সেভিয়া, তবে লাভ হয়নি। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সেভিয়ার কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন এরিক গার্সিয়া।
লা লিগার ২৩ রাউন্ডের খেলা শেষে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার সংগ্রহ যথাক্রমে ৫০,৪৯ এবং ৪৮।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ব যবধ ন
এছাড়াও পড়ুন:
পাবনায় পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলায় পৃথক ঘটনায় ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, অপরজন বৃদ্ধ।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ও বুধবার (১২ মার্চ) সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলীর স্ত্রী মজিরন খাতুন (৪০)। নিহত অপর বৃদ্ধ (৭০) এর নাম পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে মজিরন খাতুন নিজ বাড়ি থেকে পার্শ্ববতী চাটমোহরে বাবার বাড়ির যাচ্ছিলেন। তিনি ভাঙ্গুড়া রেলগেট থেকে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেন আসার শব্দ তিনি টের পাননি বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, পাবনার চাটমোহরে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত একটার দিকে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটছিলেন। এসময় একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে এলাকাবাসী।
তবে তার নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৭০ বছর হবে। পরনে ছিল প্যান্ট ও জামা।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘‘বুধবার সকালে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত হন। রেলওয়ে কন্ট্রোল-এর মাধ্যমে খবর পেয়ে সকালে চাটমোহরে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুইজনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’
ঢাকা/শাহীন/এস