ভালোবাসা দিনে কষ্টের কথা শোনাবেন আসিফ
Published: 10th, February 2025 GMT
বিনোদন প্রতিবেদক
এবারের ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যতœ করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসছে আসিফ আকবরের নতুন এই গানে । গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানের শিরোনাম ‘কষ্ট ভীষন’। আহমেদ রিজভীর অসাধারণ কাব্য মালায় সুর দিয়েছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। আর সঙ্গীতায়োজন করেছেন গুণী সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সাথে মডেল মৌরী মাহদী’র অনন্য এক রসায়ন।
ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে আসিফ আকবর জানালেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরী’র রসায়নতো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জ্যোতির চমৎকার গায়কি মুগ্ধ করেছে: আসিফ
বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত তারকা আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে চলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে আসিফকে বরারবই দেখা গেছে নতুন শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে গান করতে। তার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে অনেক নারী শিল্পী পেয়েছেন যশ-খ্যাতি।
এবার আসিফ আকবর জুটি বাঁধলেন নতুন শিল্পী জ্যোতির সঙ্গে। কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ‘তুমি শুধু তোমারই মতো’ শিরোনামের গানটি রচনা করেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজন করেন মুশফিক লিটু।
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এতে জ্যোতির সঙ্গে মডেল হয়েছেন তারেক জামান। ভিডিওতে আসিফ আকবরের উপস্থিতিও রয়েছে।
আরো পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান
অভিষেকের অপেক্ষায় ডেবিড
নতুন সংগীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন, “জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একইসঙ্গে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কি আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।”
আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি। তার ভাষায়, “নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এত চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সঙ্গেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই গুণীজন। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”
রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত গানটি মুক্তি পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
ঢাকা/রাহাত/শান্ত