বিনোদন প্রতিবেদক
এবারের ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যতœ করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না,  ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসছে আসিফ আকবরের নতুন এই গানে । গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানের শিরোনাম ‘কষ্ট ভীষন’। আহমেদ রিজভীর অসাধারণ কাব্য মালায় সুর দিয়েছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। আর সঙ্গীতায়োজন করেছেন গুণী সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের  সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সাথে  মডেল মৌরী মাহদী’র অনন্য এক রসায়ন।

ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়ে আসিফ আকবর জানালেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরী’র রসায়নতো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ধোনিতে আরও ‘গরিব’ চেন্নাই, হারল বড় ব্যবধানে 

আইপিএলের চলতি মৌসুমে প্রথম ম্যাচে জিতলেও পরের চার ম্যাচে হারের স্বাদ পায় চেন্নাই সুপার কিংস। এরপর নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় আসর থেকে ইনজুরি নিয়ে ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খায় দলটি। চেন্নাইয়ের নেতৃত্বভার নেন অভিজ্ঞ এমএস ধোনি। 

তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই। বরং আরও বড় ব্যবধানে হেরেছে। এদিন ইডেন গার্ডেন্সে চেন্নাই শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে পারে। কেকেআর ওই রান ৮ উইকেট হাতে রেখে ১০.১ ওভারে তুলে ফেলেছে। কেকেআরের হয়ে সুনীল নারিন ১৮ বলে ৪৪ রান করেন। 

এর আগে বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ রানে, রাজস্থানের রয়েলসের বিপক্ষে ৬ রানে, দিল্লির বিপক্ষে ২৫ হারে ও পাঞ্জাবের বিপক্ষে ১৮ রানে হেরেছে চেন্নাই। দলটির এমন বাজে ফর্মের পরও ব্যাটিং কোচ মাইক হাসি দাবি করেছেন, তারা প্লে অফে খেলতে পারবেন। 

তিনি বলেন, ‘আমরা এখনো সাদা পতাকাটা কেবল উড়াতে পারিনি। আইপিএল লম্বা টুর্নামেন্ট। এখানে কেবল একটা মোমেন্টাম দরকার। আপাতত সেই মোমেন্টাম আমাদের হাতে নেই। আমরা ধারাবাহিক ভালো খেলতে পারছি না। কিন্তু পরিস্থিতি বদলাবে না এমন না, পরিস্থিতি দ্রুত বদলাবে না তাও নয়। আমরা মোমেন্টাম পেলে প্লে অফে খেলা সম্ভব।’ 

চেন্নাই সুপার কিংস আইপিএলের সফলতম দল। ২০২৩ সালের চ্যাম্পিয়ন তারা। সেবার দলটির অধিনায়ক ছিলেন এমএস ধোনি। ভারতীয় এই কিংবদন্তির নেতৃত্বে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশিবার ফাইনাল খেলে পাঁচটি শিরোপা আছে চেন্নাই সুপার কিংসের শোকেসে।

সম্পর্কিত নিবন্ধ

  • ধোনিতে আরও ‘গরিব’ চেন্নাই, হারল বড় ব্যবধানে