হাসপাতালে কাতরানো ভাই-বোন জানে না মা-বাবা বেঁচে নেই
Published: 10th, February 2025 GMT
হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ৪ নম্বর শয্যায় শুয়ে কাতরাচ্ছেন সোহান (১৯)। মুখে অক্সিজেন মাস্ক। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তাঁর। মাঝেমধ্যে ইশারায় কথা বলছেন। ৩০ নম্বর শয্যায় আছেন তাঁর বড় বোন শাহীনা (২৩)। ছটফট করছেন তিনিও। আগুনের তাপ আর ধোঁয়ায় পুড়েছে দুজনের শ্বাসনালি।
আগুন থেকে বাঁচতে মা-বাবাসহ আশ্রয় নিয়েছিলেন ঘরের শৌচাগারে। সঙ্গে প্রতিবেশী মো.
আজ সোমবার সকালে নগরের বলুয়ার দিঘির পাড়ে বসতঘরে আগুন লাগার পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁরা হতাহত হন। স্বজনেরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে বলুয়ার দিঘির পশ্চিম পাড়ের জাফর সওদাগরের কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। ছেলে সোহানও একই কাজ করেন। ইলিয়াছের দুই মেয়ে ও এক ছেলে। ছোট মেয়ে তাহসিন বাসায় ছিলেন না। তিনি কয়েক দিন আগে কর্ণফুলী থানা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মা–বাবার মৃত্যুর খবর পেয়ে তাহসিন হাসপাতালে চলে আসেন। পরিবারের এমন বিপর্যয়ে কান্নায় ভেঙে পড়েন তাহসিন।
তাহসিন বলেন, পাঁচ মাস আগে বলুয়ার দিঘির দক্ষিণ পাড় থেকে পশ্চিম পাড়ের এই সেমিপাকা বাসায় আসেন তাঁরা। ভাড়া ৬ হাজার ৩০০ টাকা। মায়ের সঙ্গে দুই দিন আগে ফোনে তাঁর শেষ কথা হয়। আজ সকালে তিনি আগুন লাগার খবর পান। চিকিৎসাধীন ভাই–বোন এখনো মা–বাবার মৃত্যুর সংবাদ জানেন না বলে জানান তাহসিন।
তাহসিনকে আগলে বসে আছেন তাঁর ফুফু পারভিন বেগম। পারভিনের বাসাও তাহসিনদের বাসার পাশে। সকালে আগুন লাগার পর তাঁরা ওই বাসায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। পারভিন বলেন, ‘যখন আগুন লাগে, সবাই ঘুমে ছিল। আগুনের জন্য ভেতরে ঢোকা যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে একটা শৌচাগার থেকে পাঁচজনকে বের করে। ভাই আর ভাবি মারা গেছেন। আমার ভাই পো আর ভাইঝির অবস্থাও ভালো নয়।’
সোহানের পাশের শয্যায় চিকিৎসাধীন মো. ফয়সাল বালতি তৈরির কারখানায় চাকরি করেন। তিনি সোহানের বন্ধু। পাশের বাসায় থাকেন। হাসপাতালে ফয়সালকে শুশ্রূষা দিয়ে যাচ্ছেন তাঁর মা রুশনা বেগম। রুশনা বলেন, ‘আগুন দেখে ফয়সাল চিৎকার করে তাদের বের হয়ে আসতে বলছিল। পরে উদ্ধারের জন্য সে বাসায় ঢুকে পড়ে। তখন আগুন আরও ছড়িয়ে যায়। তারা সবাই তখন শৌচাগারে আশ্রয় নেয়। এখন ছেলের অবস্থা খুব খারাপ। শ্বাস নিতে পারছে না।’
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এস খালেদ প্রথম আলোকে বলেন, ‘আহত তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গরম ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে গেছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সেবা দরকার। আইসিইউতে পাঠানোর চেষ্টা করছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফয়স ল
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার