SunBD 24:
2025-04-15@18:43:58 GMT

৯ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ

Published: 10th, February 2025 GMT

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। কোম্পানিগুলো হলো- নাভানা ফার্মা, সিলভা ফার্মা, গোল্ডেন হার্ভেস্ট , আমান কটন, আমান ফিড, ওয়াইম্যাক্স, সাইনপুকুর সিরামিকস, বিডি অটোকার্ডস ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলো গত ৩০, জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

 

এসকেএস

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য সারওয়ার দিনাজপুরে গ্রেপ্তার

দিনাজপুরে আত্মগোপনে থাকা গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলা শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেন, শাহ সারোয়ার কবিরের আত্মগোপনে থাকার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি ১ মার্চ থেকে দিনাজপুরে তার বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দুটি মামলা আছে। তাকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করাত প্রক্রিয়াধীন। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গত ৪ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা মামলার পলাতক আসামি সাবেক এমপি শাহ সরোয়ার কবির। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধায় আনার পর সদর থানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

শাহ সারোয়ার কবির গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। 

সম্পর্কিত নিবন্ধ