কুষ্টিয়ার কুমারখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে বালুঘাটে প্রায় এক লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপিতলা গড়াই নদ ঘাটে এ ঘটনা ঘটে। ডাকাতি শেষে পাঁচটি ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ডাকাতেরা চলে যায় বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য।

জিলাপিতলা বালুঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে চারটি মোটরসাইকেলে ৭–৮ জন ব্যক্তি বালুঘাটে আসে। তাদের মাথায় হেলমেট ও হাতে শটগান ছিল। সে সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে। ড্রয়ারে থাকা প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন নিয়ে দ্রুত চলে যায় তারা। যাওয়ার সময় ডাকাতেরা পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এনামুল হোসেন বলেন, প্রায় দুই কোটি টাকা দিয়ে পাউবো থেকে বালুঘাট ইজারা নেওয়া হয়েছে। বালুঘাটের দখল নেওয়ার জন্য এ ঘটনা ঘটতে পারে। তিনি থানায় মামলা করবেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

সোলায়মান শেখ বলেন, এলাকাবাসীর মাধ্যমে জিলাপিতলা বালুঘাটে গুলির ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাবেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ