এসিআই লিমিটেডের এমডির শেয়ার ক্রয়ের ঘোষণা
Published: 10th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ২৫ লাখ শেয়ার ক্রয় করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেট থেকে বর্তমান বাজার দরেশেয়ার ক্রয় সম্পন্ন করবে এই এমডি।
এসকেএস
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে মেলার মাঠে উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ হয়েছে
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় ক্রীড়া সংস্থার খেলার মাঠে চলা বাণিজ্য মেলায় উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশপাশের এলাকার মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এ জন্য আয়োজকদের উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, মেলার অনুমতির শর্তেই উল্লেখ আছে কী করা যাবে, আর কী করা যাবে না। মাইকের উচ্চ শব্দের বিষয়টি এলাকাবাসী জেলা প্রশাসনকে জানানোর পর আয়োজকদের মাইক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের ষোলঘর খেলার মাঠে এক মাস ধরে বাণিজ্য মেলা চলছে। মাঠের চারপাশে আবাসিক এলাকা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় শুরু থেকেই মেলার জন্য মাঠ বরাদ্দ না দেওয়ার দাবি ছিল এলাকাবাসীর। এ ছাড়া মেলার মাইকের উচ্চ শব্দ এবং গানবাজনায় অতিষ্ঠ ছিলেন মানুষ। এ নিয়ে সোমবার ‘খেলার মাঠে এক মাস ধরে চলছে বাণিজ্য মেলা, মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এলাকাবাসী বলছেন, এই মাঠের চারপাশে আবাসিক এলাকা। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদও আছে। এখানে মেলা আয়োজনের নামে মাইক দিয়ে উচ্চ শব্দে গানবাজনায় শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটে। অসুস্থ লোকজন পড়েছেন বেশি বিপাকে।
আরও পড়ুনখেলার মাঠে এক মাস ধরে চলছে বাণিজ্য মেলা, মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ১০ ফেব্রুয়ারি ২০২৫