পটুয়াখালীর কলাপাড়া থেকে অপহৃত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল (অন্তর) পরিবারের কাছে ফিরেছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে কলাপাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম তাঁকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

এ সময় রবিউল আউয়ালের স্ত্রী তানজিলা আক্তার, বাবা সোলায়মান মৃধা, বড় ভাই তুষার আল মামুনসহ অন্য স্বজনেরা উপস্থিত ছিলেন।

রবিউল আউয়ালের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। তিনি গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক। কলাপাড়া পৌরসভার শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের মার্কেটে তাঁর ‘গ্রাফিকস ওয়াল’ নামে ডিজিটাল প্রেসের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রবিউল আউয়াল মোটরসাইকেলে করে লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা।

এদিকে নিখোঁজের ৫৪ ঘণ্টা পর গতকাল রোববার পুলিশ রবিউলকে ঢাকার কামরাঙ্গীর চর এলাকার আশরাফাবাদ নবীনগরের নার্সারি গলির নুর হোসেন বাবুলের বাসা থেকে উদ্ধার করে। গতকাল বিকেলে তাঁকে পটুয়াখালীর পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। সেখানে পুলিশ সুপার আনোয়ার জাহিদ ওই ঘটনা নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন। পুলিশ সুপার এ সময় বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা সাদা মাইক্রোবাসে করে এসে অন্তরের (রবিউল) মোটরসাইকেল চাপা দিয়ে ফেলে দেন। তাঁরা মাইক্রোবাস থেকে নেমে জোর করে অন্তরকে তুলে নিয়ে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ফেলে দেন। সেখান থেকে তিনি বাসে করে ঢাকায় বন্ধু আল-আমিনের কাছে যান। পরে তিনি কামরাঙ্গীরচর এলাকায় তাঁর বন্ধু নুর হোসেন বাবুলের বাসায় যান।

আরও পড়ুনপটুয়াখালী থেকে ‘নিখোঁজ’ ছাত্র অধিকার পরিষদের নেতা অন্তর ঢাকায় উদ্ধার২০ ঘণ্টা আগে

আজ সোমবার সকালে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে অন্তরকে (রবিউল) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনছাত্র অধিকার পরিষদ নেতা রবিউলকে কলাপাড়া থেকে অপহরণ করে ভাঙ্গায় ফেলে যায় দুর্বৃত্তরা১৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র র কল প ড় গতক ল

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ