গত শনিবার রাতে চণ্ডীগড় পুলিশ আটক করে জনপ্রিয় গায়ক-অভিনেতা হার্ডি সান্ধুকে। যদিও পরে ছেড়ে দেওয়া হয় এই গায়ককে। ভারতের অধিকাংশ প্রথম সারির গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

হার্ডির আটক ও তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়ও। প্রশ্ন উঠেছে— সত্যি কি তাকে আটক করেছিল পুলিশ? এই প্রশ্নের আগুনে ঘি ঢেলেছে পুলিশের বক্তব্য।

রবিবার (৯ ফেব্রুয়ারি) চণ্ডীগড় পুলিশ জানিয়েছে, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও বলিউড অভিনেতা হার্ডি সান্ধুকে আটক করেনি পুলিশ। তাকে পুলিশ ভ্যানে ২-৩ মিনিট বসিয়ে রাখা হয়েছিল। কারণ ফ্যাশন শোয়ের অনুমতি নিয়ে একটা জটিলতা ছিল।  

আরো পড়ুন:

বিয়ে-বিচ্ছেদ নিয়ে কারিনার রহস্যময় পোস্ট, উড়ছে নানা জল্পনা

বক্স অফিসে কত টাকা আয় করল আমির-শ্রীদেবীর পুত্র-কন্যা?

একটি সূত্র বলেন, “শনিবার সেক্টর ৩৪ ফ্যাশন শোটি আয়োজন করে; যেখানে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও সান্ধুর পরিবেশনা ছিল। তবে সান্ধুর সংগীত পরিবেশনার ঠিক আগে, তাকে আটক করা হয়।”

অনুষ্ঠানের একজন প্রত্যক্ষদর্শী জানান, গায়ক কেবল সাউন্ড সিস্টেম পরীক্ষা করছিলেন। সেই সময় স্থানীয় পুলিশ আশঙ্কা করেন, হার্ডি গান গাইবেন। এরপরই তাকে আটক করা হয়।

সর্বশেষ অনুষ্ঠানে পারফর্ম না করেই হার্ডি শহর ত্যাগ করেন বলে জানিয়েছে সূত্রটি।

‘টাকিলা শট’ হার্ডির প্রথম গান। কিন্তু তার গাওয়া দ্বিতীয় গান ‘সোচ’ প্রকাশের পরই জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর ‘ব্যাকবোন’, ‘কেয়া বাত হ্যায়’, ‘বিজলি বিজলি’-এর মতো গান গেয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

স্পোর্টিং-ডর্টমুন্ড ম্যাচটি মূলত দুই স্ট্রাইকারের লড়াই

নতুন নিয়মে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন লিগ অনুষ্ঠিত হচ্ছে। রবিন রাউন্ড লিগের সেরা ৮ দল ওঠে গিয়েছে সরাসরি সেরা ষোলোতে। পরের ১৬টি দল থেকে প্লে-অফের মাধ্যমে ৮টি দল বেছে নেওয়া। আজ (১১ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে সেই লড়াইয়ে মাঠে নামছে স্পোর্টিং সিপি এবং বরুসিয়া ডর্টমুন্ড। এই আসরে ম্যানসেটার সিটিকে উড়িয়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল স্পোর্টিং, অন্যদিকে গত মৌসুমের রানার্স আপ ডর্টমুন্ড। তবে শেষ কিছুদিন কেউই নেই তাদের সেরা ফর্মে।   

এই ম্যাচে দুই দলের ডাগ আউটেই থাকবেন দুজন নতুন কোচ। নিকো কোভাচ তো ডর্টমুন্ডকে মাত্র ১ ম্যাচের কোচিংয়ের অভিজ্ঞতা নিয়েই নেমে যাচ্ছেন চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতায়। তবে সেই এক ম্যাচের অভিজ্ঞতাও সুখকর নয় ক্রোয়েট ম্যানেজারের জন্য। ২০০৮ সালের পর জার্মান ক্লাবটির দায়িত্বে থাকা কোন কোচই তাদের প্রথম বুন্দেসলিগার ম্যাচ হারেননি। তবে শনিবার স্টুর্টগার্টের বিপক্ষে ২-১ বুবধানে হেরে কোভাচের সেই অভিজ্ঞতা হয়েছে।

অন্যদিকে রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই ছন্দ হারিয়েছে স্পোর্টিং। জোয়াও পেরেইরার হাত ঘুরে পর্তুগিজ ক্লাবটির দায়িত্ব এখন রুই বর্গেসের কাঁধে। এই ৪৩ বছর বয়সী কোচের অধীনে পর্তুগিজ লিগে ৫ ম্যাচের ৪টিতে জিতে এবং ১টিতে ড্র করে এখন টেবিলের চূড়ায় আছে সিপি। তবে চ্যাম্পিয়নস লিগে এখনও উতরাতে পারেননি বর্গেস।

আরো পড়ুন:

৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে 

দশ জনের দল নিয়েও বার্সার বড় জয় 

এই ম্যাচটা একই সাথে দুই দলের দুই স্ট্রাইকারেরও বটে। ডর্টমুন্ড বুন্দেসলিগায় টেবিলের ৯ নম্বরে থাকলেও তাদের ফরাসি স্ট্রাইকার সেরহু গিরাসি ঠিকই গোলের দেখা পাচ্ছেন নিয়মিত। এই ২৮ বছর বয়সী স্ট্রাইকার ৯ গোল করে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে স্পোর্টিংয়ের ভিক্টর গিওকেরেস আগামী মৌসুমে ইউরোপের বড় দলগুলোর প্রধান টার্গেট। এই ২৬ বছর বয়সী স্ট্রাইকার চলতি মৌসুমে ইতিমধ্যেই করে ফেলেছেন ৩৪ গোল। যদিও সবশেষ লিগ ম্যাচে পোর্তোর বিপক্ষে এই সুইডিশ স্ট্রাইকার দ্বিতীয়ার্ধ্বের ২১ মিনিট মাঠে ছিলেন চোটের কারনে।

এরআগে এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল চারবার। সেখানে ডর্টমুন্ডের ৩ জয়ের বিপরীতে স্পোর্টিং জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে।

স্পোর্টিং এবারের আসরের লিগ পর্বে ম্যানচেস্টার সিটির মতো দলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। তবে এরপর আমোরিম দল ছাড়লে ছন্দ হারায় দলটি। রাতে ঘরের মাঠে হোসে আলভালাদে স্টেডিয়ামে আবারও পুড়োনো রূপে ফেরার একটা সুযোগ পাচ্ছে স্পোর্টিং। বর্গেসের দল ডর্টমুন্ডের মত ইউরোপের জায়ান্টকে হারিয়ে কি তাক লাগাতে পারবে আবারও? উত্তরটা সময়ে কাছে তোলা থাক সময়ের কাছে। 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ