জমি দখল-চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত
Published: 10th, February 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা অভিযোগে বিএনপি নেতা আজহারুল ইসলামের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
রোববার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
পত্রে উল্লেখ করা হয়, নানা অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে আজহারুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিএনপি নেতা আজহারুল ইসলামকে কৈফিয়ত তলব করা হয়। এর প্রেক্ষিতে তার কৈফিয়তের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে তার সব পদ স্থগিত করা হয়েছে।
জানা গেছে, আজহারুল ইসলাম নিজেদের দাবি করে এক কৃষকের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া চাঁদা না পেয়ে টিসিবির ডিলারের প্রতিনিধিকে মারধরসহ গোডাউনে তালা ঝুলিয়ে দেন। এরই প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে ৫ দিনের মধ্যে কৈফিয়ত তলবের নোটিশ দেন।
এ বিষয়ে আজহারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ ব ন দগঞ জ ব এনপ ন ত আজহ র ল ইসল ম ব এনপ র
এছাড়াও পড়ুন:
মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে তা ঠিক হয়নি: আইন উপদেষ্টা
মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তবে যে প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা ঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি। রোববার সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, মূলত ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল। আসলে বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা ছিল তাদের। যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে।ও২
টাকা চুরির ঘটনায় সঠিক আইনগত বিষয় খতিয়ে দেখতে ডক্টর কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন মাসের মধ্যে জানা যাবে। এ পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মাগুরার আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, আজকেই আদালতে দাখিল হবে চার্জশিট। এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে।