সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .
এ সময় লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, দর কমেছে ১৫৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯৬ কোটি ৪৫ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৪৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, দর কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭২ লাখ টাকা।
এসকেএস
উৎস: SunBD 24
কীওয়ার্ড: অবস থ ন করছ ড এসই
এছাড়াও পড়ুন:
খামারবাড়িতে বদলি ঘিরে উত্তেজনা
রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলিকে কেন্দ্র উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা গেটে তালা ঝুলিয়ে বদলি বাতিলের দাবি জানান।
মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করে কৃষি মন্ত্রণালয়। তাঁর স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। বদলির প্রজ্ঞাপন জারির পরপরই গেটে তালা ঝুলিয়ে দেন কিছু কর্মকর্তা। নতুন দায়িত্বপ্রাপ্ত মো. মুরাদুল হাসানের ২০৭ নম্বর কক্ষে প্রবেশ করে ক্ষোভ প্রকাশ করেন। কয়েকজন উত্তপ্ত বাক্য বিনিময় করেন। বদলি বাতিল না হলে তারা খামারবাড়ি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে মো. মুরাদুল হাসান বলেন, আমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে যাব।
প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক মো. হাবিবউল্লাহ্ বলেন, সরকারি চাকরিতে বদলি-পদায়ন স্বাভাবিক নিয়ম। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে আমরা তৎপর থাকব।
এদিকে বিক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, তারা গেটে তালা দেননি। বদলির প্রজ্ঞাপনের পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাহবুবুর রশীদ বিএনপিপন্থি হওয়ায় আওয়ামী লীগ আমলে বঞ্চিত ছিলেন। ৫ আগস্টের পর তাঁকে প্রশাসন উইংয়ে পদায়ন করা হয়। এখন বদলি করা হয়েছে। এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।