জমি দখলে-চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত
Published: 10th, February 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা অভিযোগে বিএনপি নেতা আজহারুল ইসলামের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
রোববার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
পত্রে উল্লেখ করা হয়, নানা অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে আজহারুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিএনপি নেতা আজহারুল ইসলামকে কৈফিয়ত তলব করা হয়। এর প্রেক্ষিতে তার কৈফিয়তের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে তার সব পদ স্থগিত করা হয়েছে।
জানা গেছে, আজহারুল ইসলাম নিজেদের দাবি করে এক কৃষকের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া চাঁদা না পেয়ে টিসিবির ডিলারের প্রতিনিধিকে মারধরসহ গোডাউনে তালা ঝুলিয়ে দেন। এরই প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে ৫ দিনের মধ্যে কৈফিয়ত তলবের নোটিশ দেন।
এ বিষয়ে আজহারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ ব ন দগঞ জ ব এনপ ন ত আজহ র ল ইসল ম ব এনপ র
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে সেনা অভিযানে১৬ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, দেশটির উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কাল্লায় আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য।
সোমবার পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া (কে-পি) প্রদেশে পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে টিটিপির সন্ত্রাসীরা নিহত হয়।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, মিয়াঁওয়ালি জেলার মাকরওয়াল এলাকায় পুলিশ-সিটিডির যৌথ অভিযানে কমপক্ষে ১০ সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে সেনাবাহিনী জানিয়েছে, খাইবার-পাখতুনখাওয়ার ওয়াজিরিস্তান অঞ্চলে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো অভিযানে আরও ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। খবর ডন