বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব। 

সম্প্রতি এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন। আয়োজিত এ উৎসবে পিঠা উৎসব, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং গ্রাফিতি প্রদর্শনীসহ নানা আয়োজন ছিল। বিকালে তরুণদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মিউজিক ফেস্টিভ্যাল।

প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা, কলা অনুষদের ডিন প্রফেসর ড.

দিপু সিদ্দিকী, হোটেল অ্যান্ড ট্যুরিজম বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক মলয় সরকার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান মুরাদ হাসান, নিরাপত্তা এবং ব্যবস্থাপনাবিষয়ক আহ্বায়ক সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, সহকারী অধ্যাপক সোলায়মান হোসেন, লাইব্রেরি ম্যানেজমেন্ট ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীমা সিদ্দীকা, প্রভাষক আরশাদুল ইসলামসহ অনেকে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন বলেন, “রয়েল বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান, যা তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত শিক্ষা প্রদান করছে। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম মুশফিকুর রহমান বলেন, “তরুণরাই সমাজ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। মানসম্মত শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ের মাধ্যমে তারা একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।”

উৎসবের কনভেনার প্রফেসর ড. মুজাক্কিরুল হুদা বলেন, “তারুণ্যের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উদ্বোধনী বক্তব্যের পর উপাচার্য ‘জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস’ বিষয়ক গ্রাফিতি এক্সিবিশনের উদ্বোধন করেন, যেখানে দুই শতাধিক গ্রাফিতি স্থান পায়। গ্রাফিতি এক্সিবিশনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সৃজনশীলতার ভাষায় প্রতিবাদ ও স্বপ্ন’ রয়েল ইউনিভার্সিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ছবি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড. সবুজ আহমেদ (প্রিন্সিপাল, দ্য নিউ স্কুল ঢাকা), আলতাফ উদ্দীন আহমেদ, চিফ ইন্সট্রাকটর (এন আই পি), অধ্যাপক মুরাদ হাসান (চেয়ারম্যান, ব্যবসা প্রশাসন বিভাগ), মো. আলমগীর মিয়া (সেক্রেটারি, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন), মো. মিজানুর রহমান (কোষাধ্যক্ষ, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভারস অ্যাসোসিয়েশন)।

ঢাকা/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রাগ চলচ্চিত্র উৎসবে ‘নট আ ফিকশন’

 

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পাইলট থিয়েটারে আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ চলচ্চিত্র উৎসব ২০২৫। যেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি অস্কার এবং দুটি কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং উৎসব ঘুরে আসা চলচ্চিত্র ‘নট আ ফিকশন’।

এ উৎসবের মধ্য দিয়ে এক শটের এই সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার হবে; যার প্রযোজক, পরিচালক এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু। পুরস্কারের জন্য ‘নট আ ফিকশন’কে লড়তে হবে ২০২৫ সালের অস্কারজয়ী সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এবং অন্যান্য দেশের ছবিগুলোর বিপরীতে। 

ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবের বিশেষ একটি বিভাগ হচ্ছে ‘ভয়েসেস অব ডিসট্যান্ট ল্যান্ডস’– এই বিভাগটি এমন সিনেমাগুলোকে সম্মান জানায়, যা প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বিশ্বের গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যুগুলো নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এ বছর সারাবিশ্ব থেকে মোট ৫টি দেশের চলচ্চিত্র এই বিভাগে মনোনীত হয়েছে, যেখানে ‘নট আ ফিকশন’-এর সুবাদে এশিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছে বাংলাদেশের নাম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘নট আ ফিকশন’ মূলত একটি ঐতিহাসিক দলিল, যা গত দুই যুগে বাংলাদেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে।

নির্মাতা সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহপ্রযোজক হিসেবে কাজ করছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। সিনেমায় অভিনয় করেছেন জউদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ এবং সৈয়দ তামুর হাসান। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে লালন স্মরণোৎসব শুরু কাল, থাকছে না মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’ শুরু
  • রামাদান ও ঈদ ফেস্টিভ্যালের উদ্বোধন
  • প্রাগ চলচ্চিত্র উৎসবে ‘নট আ ফিকশন’
  • ফায়জার ঈদ পোশাকে ‘প্রতিবাদ’
  • বর্ণিল ঈদ পোশাক
  • ঢাকার রাশিয়ান হাউজে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
  • শেষ হলো ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক উৎসব
  • আমির খানের চলচ্চিত্র নিয়ে উৎসব
  • ফ্যাশন হাউজে বুবলী-দীঘির সিনেমার প্রচারণা