৫০, ৪৯ ও ৪৮—লা লিগায় শীর্ষ তিনে থাকা দলগুলোর পয়েন্টের চিত্রটা এমনই। মাত্র এক পয়েন্ট ব্যবধানের এই চিত্রই বলে দিচ্ছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে শিরোপার লড়াইটা এখন কতটা হাড্ডাহাড্ডি। যার অর্থ লিগের শেষ ১৫ ম্যাচে হাওয়া ঘুরে যেতে পারে যে কোনো দিকে। সিরি ‘আ’তে আগের কয়েকটি রাউন্ডে ইন্টার মিলান নিশ্বাস ফেলছিল নাপোলির ঘাড়ে। কিন্তু এই সপ্তাহে কিছুটা এগিয়ে গেছে শীর্ষে থাকা নেপলসের ক্লাবটি

আর বুন্দেসলিগায় সেই চেনা চিত্র। দাপটের সঙ্গে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগে গত সপ্তাহে বড় দলগুলোর মধ্যে চেলসি ছাড়া আর কোনো দলের খেলা ছিল না। কিন্তু অন্য প্রতিযোগিতাগুলোয় দারুণ ছন্দে থাকা লিভারপুলের জন্য সপ্তাহটা ছিল অম্ল-মধুর। একদিকে টটেনহামকে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে তারা। অন্য দিকে অখ্যাত প্লিমাউথের কাছে হেরে চতুর্থ রাউন্ডেই থেমে গেছে এফএ কাপের দৌড়।

লা লিগায় রিয়াল-আতলেতিকোর আরও কাছে বার্সা

আগের ম্যাচে মাদ্রিদ ডার্বিতে রিয়াল-আতলেতিকো ড্র করায় বার্সার সামনে সুযোগ ছিল ব্যবধান কমিয়ে নেওয়ার। গতকাল রাতে সেভিয়াকে ৪-১ হারিয়ে সেই কাজটা ভালোভাবেই সেরেছে তারা। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকার পর মনে হচ্ছিল পয়েন্ট ব্যবধানটা হয়তো আগের মতোই থেকে যাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩ গোল করে ম্যাচের ফল পাল্টে দেয় বার্সা।

আরও পড়ুনমাদ্রিদ ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি, লাভ বার্সেলোনার০৯ ফেব্রুয়ারি ২০২৫

সেটাও ১০ জনের দল নিয়ে, ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ফারমিন লোপেজকে। গতকাল রাতে সেভিয়ার বিপক্ষে পাওয়া জয়ে বার্সার পয়েন্ট ২৩ ম্যাচে ৪৮। অন্য দিকে আগের ম্যাচে ড্র করা রিয়ালের পয়েন্ট ২৩ ম্যাচে ৫০ এবং আতলেতিকোর ২৩ ম্যাচে ৪৯। এখন শীর্ষ তিন দলের পয়েন্টের পার্থক্য ১ করে। অর্থাৎ সামনের ম্যাচগুলোয় যেকোনো একটি ম্যাচের ফল এদিক সেদিক হলে পয়েন্ট তালিকায় বড় ধরনের অদল-বদল ঘটতে পারে।  

নাপোলির হাতেই লাগাম

গত রাউন্ডেও ২ ম্যাচ হাতে রেখে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে ছিল ইন্টার মিলান। সুযোগ ছিল নিজেদের হাতে থাকা দুই ম্যাচ জিতে শীর্ষে ওঠে আসারও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না গতবারের চ্যাম্পিয়নরা। এই সপ্তাহে ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে হেরে গিয়ে লাগামটা তুলে দিয়েছে নাপোলির হাতে। যারা নিজেদের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে উদিনেসের সঙ্গে।

আরও পড়ুনএফএ কাপে ভূমিকম্প, লিভারপুলকে বিদায় করল পুঁচকে প্লিমাউথ১০ ঘণ্টা আগে

আজ রাতে নিজেদের হাতে থাকা বাড়তি ম্যাচটি খেলতে মাঠে নামবে ইন্টার। এই ম্যাচেও প্রতিপক্ষ সেই ফিওরেন্তিনা। তবে এই ম্যাচ জিতলেও নাপোলিকে ছোঁয়ার সুযোগ নেই। এক পয়েন্টের ব্যবধানে পেছনেই থাকতে হবে তাদের। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ২৪ ম্যাচে ৫৫, আর ইন্টারের পয়েন্ট ২৩ ম্যাচে ৫১।  

বায়ার্নকে আরও এগিয়ে দিল লেভারকুসেন

বুন্দেসলিগায় ধীরে ধীরে অন্যদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। এ জন্য অবশ্য দলগুলোর কাছ থেকে ‘ভালো সহায়তা’ও পাচ্ছে তারা। সর্বশেষ ম্যাচে উলফসবার্গের সঙ্গে গোল শূন্য ড্র করেছে দুই নম্বরে থাকা বায়ার লেভারকুসেন।

অন্য দিকে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন পেয়েছে ৩-০ গোলের জয়। ২১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫৪। ৮ পয়েন্টে পিছিয়ে ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জাবি আলোনসোর লেভারকুসেন। এই তালিকায় তিনে থাকা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট অবশ্য বেশ পিছিয়ে আছে। তাদের পয়েন্ট ২১ ম্যাচে ৩৯।

প্রিমিয়ার লিগের শীর্ষে চারে চেলসি

এই সপ্তাহে প্রিমিয়ার লিগে শীর্ষ দলগুলোর মধ্যে মাঠে নেমেছিল শুধু চেলসি। ওয়েস্ট হামের বিপক্ষে ২–১ গোলের জয়ে শীর্ষে চারে জায়গাও করে নিয়েছে তারা। চেলসি চারে আসায় পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। এ ছাড়া শীর্ষ তিনে পয়েন্ট তালিকার অবস্থান অপরিবর্তিতই। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। ২৪ ম্যাচে দু্ই নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫০। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে আছে নটিংহাম ফরেস্ট।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দলগ ল র ব যবধ ন ড র কর ইন ট র

এছাড়াও পড়ুন:

সাহায্যের আশ্বাস দিয়ে বাসায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এক নারীকে টাকা দিয়ে সাহায্য করার কথা বলে বাসায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ফাহিম হাসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার বিকেলে র‍্যাব–১০ একটি দল নগরীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন উল্লেখ করে ওই নারী ৭ মার্চ রাজধানীর কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় এজাহারে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। এ জন্য ৫ মার্চ তিনি (স্বামী) প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গ্রামের বাড়িতে যান। ওই সময় কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া প্রিন্স নামের এক টিকটক আইডি থেকে তাঁকে (নারী) বারবার খুদে বার্তা পাঠানো হচ্ছিল। সে সময় তিনি জানান, তিনি সমস্যায় আছেন, তাঁর স্বামীর বিদেশ যাওয়ার জন্য টাকা প্রয়োজন। তখন ওই আইডি থেকে বলা হয়, তাঁর মা সুদে টাকা ধার দেন। তিনি ব্যবস্থা করে দেবেন। এরপর বেলা একটার দিকে প্রিন্স নামের ওই যুবক এসে তাঁকে তাঁর বাসায় নিয়ে যান।

এজাহারে আরও বলা হয়, ওই বাসায় যাওয়ার পর তিনি কোনো নারীকে দেখতে না পেয়ে বেরিয়ে আসতে চান। এ সময় বাইরে থেকে দুজন এসে দরজা বন্ধ করে একে একে তাঁকে ধর্ষণ করেন। এবং সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করা হয়। এমনকি ওই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর ফোনটি তাঁরা রেখে দেন। তিনি বাসায় ফিরে ফোনে স্বামীকে সব জানান। এরপর স্বামী গ্রাম থেকে ফিরলে তাঁকে নিয়ে ৭ মার্চ মামলা করেন।

ঘটনার সময় তিনি ওই যুবকদের কথাবার্তায় তাঁদের নাম ফাহিম হাসান, প্রিন্স ও ইয়াসিন আরাফাত বলে জানতে পারেন। তাই মামলায় তিনি তাঁদের আসামি করেন।

আজ র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যান। র‌্যাব-১০–এর একটি আভিযানিক দল আজ বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেপ্তার করে। ফাহিমের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার মেদিনীমণ্ডলে। গ্রেপ্তার ফাহিমকে কদমতলী থানায় সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) মো. সাফায়েত হোসেন বলেন, মামলা করার পর ওই নারীকে ঢাকা মেডিকেলের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে এখনো সেই পরীক্ষার প্রতিবেদন হাতে পায়নি পুলিশ। এর আগে ৮ মার্চ আরাফাত নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ