বাংলাদেশের দর্শকদের জন্য হলিউড-বলিউডের দুই হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’।

রবিবার (৯ ফেব্রুয়ারি) প্ল্যাটফর্মটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, ক্রিটিকালি অ্যাক্লেইমড চলচ্চিত্র এবং জনপ্রিয় সব সিরিজ নিয়ে ‘প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট’ সহজলভ্য করতে এ উদ্যোগ অ্যাপটির।

টফির গ্রাহকরা মাসে ৯৯ টাকায় সাবস্ক্রিপশন ও পেমেন্টের মাধ্যমে এসব মুভি দেখতে পারবেন। এছাড়াও এতে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ ছাড়েরও সুযোগ পাবেন তারা।
পাশাপাশি গ্রাহকরা প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএএস এর মত মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো’গুলোও দেখার সুযোগ পাবেন। টফিতে সব বয়সীদের উপযোগী আয়োজন থাকছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “লায়নসগেট প্লে’র সাথে আমাদের অংশীদারত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীতেও ব্যবহারকারীর জন্য আমাদের লাইব্রেরি সমৃদ্ধ করার চেষ্টা করব।” 

লায়নসগেট প্লে’র পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৈভবী পারিখ বলেন, “সাশ্রয়ী মূল্যে বলিউডের বাছাই করা ফিল্মসহ অনবদ্য সব আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করার মাধ্যমে আপনার দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে এ অংশীদারত্ব।”

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আবদুর রাজ্জাক (৬৫) এবং মোহাম্মদজমা গ্রামের চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোহাম্মদজমা গ্রাম থেকে সরোয়ার হোসেন চালের বস্তা নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। সিন্দুরিয়া গ্রামের একটি গ্রামীণ সড়ক দিয়ে এসে নয়মাইল এলাকায় মহাসড়কে ওঠার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক ও যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বলেন, বাসের চাপায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং নিহত ব্যক্তিদের দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে। তাঁদের শনাক্ত করতে সময় লেগেছে।

সম্পর্কিত নিবন্ধ