রংপুরের পীরগঞ্জে মা-মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আতিকুল ইসলামের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার সন্ধ্যার দিকে তাঁকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক আদালতে রিমান্ড আবেদন ও আতিকুলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করার তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রাত সাড়ে আটটায় ওই রিমান্ড আদেশ হাতে পেয়েছেন বলে জানান তিনি। গ্রেপ্তার আতিকুলের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বদনাপাড়া গ্রামে।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগমকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আতিকুলকে গত শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে করতোয়া নদীর ধারে কাদামাটি চাপা দিয়ে রাখা দেলোয়ারার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। দেলোয়ারার চার বছর বয়সের শিশু সায়মা দেড় মাস ধরে নিখোঁজ ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে আতিকুল জানিয়েছিলেন শিশু সায়মাকেও তিনি হত্যা করে লাশ বস্তায় ভরে তাঁর বাড়ির পাশে পুঁতে রেখেছেন। গতকাল সকালে মাটি খুঁড়ে পুলিশ শিশুটির পচে যাওয়া লাশ উদ্ধার করে। এরপর গতকাল দুপুরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গ্রেপ্তার আতিকুলের বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেয়।

আরও পড়ুনপীরগঞ্জে মায়ের মাথা উদ্ধারের পর পাওয়া গেল দেড় মাস আগে নিখোঁজ মেয়ের লাশ১৯ ঘণ্টা আগে

গত শুক্রবার দুপুরে পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচখেত থেকে অজ্ঞাতনামা হিসেবে মাথাহীন এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে শনাক্ত হয় হত্যার শিকার ওই নারীর নাম দেলোয়ারা বেগম (৩০)। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তাঁর বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। আতিকুল ও দেলোয়ারা পরস্পরের পরিচিত। তাঁরা দুজন গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।

পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, আতিকুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মা-মেয়েকে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

আরও পড়ুনপীরগঞ্জে মায়ের মাথা উদ্ধারের পর পাওয়া গেল দেড় মাস আগে নিখোঁজ মেয়ের লাশ১৯ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রগঞ জ জ র কর গতক ল

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ