সাতক্ষীরায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল
Published: 10th, February 2025 GMT
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা ও দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘‘গণঅভ্যুত্থানের ছয় মাস পার হতে না হতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। যতদিন এদের বিচার সম্পন্ন না হবে, ততদিন রাজপথে আমাদের আন্দোলন চলবে।’’
ঢাকা/শাহীন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত
জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।