বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি আইটি অডিট প্রফেশনালস পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন ছাড়াও সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: আইটি অডিট প্রফেশনালস

পদসংখ্যা: অনির্ধারিত

আরও পড়ুনআয়ারল্যান্ড দিচ্ছে স্কলারশিপ, সুযোগ পাবেন যাঁরা০৯ ফেব্রুয়ারি ২০২৫

যোগ্যতা: আইটি/সিএস/সিএসই/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিআইএসএ, আইএসও/আইইসি ২৭০০১ লিড অডিটর বা সিআইএসএম, সিআইএসএসপি থাকলে ভালো। সিনিয়র প্রিন্সিপাল অফিসার/অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মর্যাদার পদের জন্য আইটি অডিটিং, ইনফরমেশন সিকিউরিটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ থেকে ১২ বছর; প্রিন্সিপাল অফিসার পদের জন্য পাঁচ থেকে ছয় বছর এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/এক্সিকিউটিভ অফিসার পদের জন্য তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আইটি সিস্টেম অডিট, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ও কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনস, সাইবার সিকিউরিটি এবং এএমএল/সিএফটি সিস্টেম সম্পর্ক জানাশোনা থাকতে হবে। অ্যাকসেস কন্ট্রোল, ডাটা ইন্টেগ্রিটি, সিস্টেম চেঞ্জ ও ডিজাস্টার রিকভারিতে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুনমিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, ১৫ জেলায় কর্মী নিয়োগ০৯ ফেব্রুয়ারি ২০২৫আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া সিভিসহ আবেদনপত্র সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠানো যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, হেড অফিস, ১১৬/১, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, রমনা, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুনব্র্যাক ব্যাংকে স্নাতক পাসে চাকরি, থাকতে হবে গ্রাহককেন্দ্রিক মানসিকতা০৮ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অফ স র

এছাড়াও পড়ুন:

হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব

২০২৫ সালের হজ মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতি বছর হজের সময় তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যেকোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার বিষয়ে নেতানিয়াহুর পরামর্শ প্রত্যাখ্যান সৌদির

ভারতীয় শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি

মন্ত্রণালয় আরো বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি।

সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।

এ বছর সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য নতুন কিস্তি সুবিধার ব্যবস্থা করেছে। দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরা এবার তিন কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তিতে ২০ শতাংশ অর্থ বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ৪০ শতাংশ করে অর্থ রমজান ২০ ও শাওয়াল ২০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, চূড়ান্ত কিস্তি পরিশোধ না করা পর্যন্ত বুকিং অনিশ্চিত থাকবে। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২৪ পদের ফল প্রকাশ
  • বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়: প্রধান উপদেষ্টা
  • অগ্রণী ব্যাংকে চাকরির সুযোগ
  • হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব
  • প্রাণিসম্পদ অধিদপ্তরে পুন:নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৬৩৮
  • বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪৫
  • ভ্রমণের সময় বমি প্রতিরোধে করণীয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ শুরু, শিক্ষার্থীদের জন্য ৯ নির্দেশনা