ব্লিংকেন, সুলিভানের নিরাপত্তা প্রত্যাহার
Published: 10th, February 2025 GMT
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের নিরাপত্তা অনুমোদন বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে তারা আর কোনো গোপন সরকারি তথ্য বা গোয়েন্দা রিপোর্ট দেখতে পারবেন না। শনিবার হোয়াইট হাউসের কর্মকর্তারা এ তথ্য জানান।
নিরাপত্তা ছাড়পত্রধারী ব্যক্তিরা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতে যেতে পারেন এবং দায়িত্ব ছাড়ার পরও কিছু গোয়েন্দা তথ্য পান। সাধারণত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা প্রতিদিনের গোয়েন্দা ব্রিফিংয়ের আলোকে বর্তমান প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ে উপদেশ দিতে পারেন। নিরাপত্তা অনুমোদন বাতিল হওয়ায় গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে আর প্রতিদিনের ব্রিফিং পাবেন না বাইডেন। ২০২১ সালে বাইডেনও তাঁর পূর্বসূরি ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম র ক ন
এছাড়াও পড়ুন:
৭ বছর পর চুয়েট ছাত্রলীগের ছয় নেতার নামে মামলা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮ সালে দুই শিক্ষার্থীকে মারধর, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক ৬ নেতাকে আসামি করা হয়েছে। ঘটনার সাত বছর পর মামলা দুটি করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল ইসলাম ও জামিল আহসান।
রাউজান থানায় ওই মামলায় আসামিরা হলেন– চুয়েটের তৎকালীন ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের, সাখাওয়াত হোসেন, অতনু মুখার্জি, নিলয় দে, মেহেদী হাসান ফরহাদ ও মোহাম্মদ ফখরুল হাসান ফাহাদ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
জামিল সমকালকে বলেন, নির্যাতন শেষে বাকের বলেছিল, হাসিনা আরও ১০ বছর ক্ষমতায় থাকবে। অর্থাৎ তারা ভেবে নিয়েছিল ওই নির্যাতনের জন্য তাদের কখনও জবাবদিহি করতে হবে না। এজন্যই মামলাটি করেছি।
মামলায় কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি মাহমুদুল। তিনি বলেন, ওই ঘটনার ব্যাপক প্রভাব পড়েছে আমার জীবনে।