টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান বুঝিয়ে দেওয়া হয়েছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের। রোববার দুপুরে ময়দানে স্থাপিত গাজীপুর জেলা প্রশাসনের সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির কাছে ময়দান বুঝিয়ে দেওয়া হয়।

মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, জেলা প্রশাসনের কাছ থেকে তারা ইজতেমা ময়দান বুঝে পেয়েছেন। ১৪ ফেব্রুয়ারি ইজতেমা শুরু হবে। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে।

এদিকে গত ১৭ ডিসেম্বর ইজতেমা ময়দানে হামলায় জড়িত সাদপন্থিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ওলামা-মাশায়েখ বাংলাদেশ ও তাবলিগের সাথীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে মুফতি আমানুল হক লিখিত বক্তব্যে বলেন, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সাদ অনুসারীদের নিষিদ্ধ করার আন্দোলন চলছে। আগামী বছর থেকে টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিরা কোনো তবলিগি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। এ শর্তে এবার তাদের ইজতেমা করার অনুমতি দিয়েছে সরকার। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইজত ম ময়দ ন ব ঝ ইজত ম

এছাড়াও পড়ুন:

নতুন কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবিতে আন্দোলনে থাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকাল সাড়ে ১১টা থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন তারা।

নতুন কর্মসূচিতে কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।

শুক্রবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানান পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এতে জানানো হয়, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করবেন।

সম্পর্কিত নিবন্ধ