ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩০৮ জন
Published: 9th, February 2025 GMT
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে প্রথম ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জে ১ হাজার ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরেই গ্রেপ্তার ৮১ জন। পুলিশ সদরদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এসব জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। এদিকে হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বলছে, অপারেশন ডেভিল হান্টে করণীয় নিয়ে গতকাল রোববার পুলিশ সদরদপ্তরে একাধিক বৈঠক হয়েছে। মাঠ পর্যায়ের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.
এ অভিযান কাদের বিরুদ্ধে– জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ডেভিল মানে কী? শয়তানই তো টার্গেট এটায়।’
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহতের ঘটনার পর সারাদেশে শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেয় সরকার। এ অভিযান শুরুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেন, ‘বিপ্লব যে দেশে হয়, সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। তবে বাংলাদেশে সরকার অতটা অমানবিক হতে পারেনি। আমরা কিছুটা রিফর্ম করেছি। কিছুটা রিয়ালাইজ করেছি যে কিছু লোক ভয়ে (গত সরকারের কর্মকাণ্ড সমর্থন) করেছে, প্রেশারে করেছে, বিভিন্ন কারণে করেছে। কিছু ডাইহার্ড (একনিষ্ঠ) ছিল, তারা পালিয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে।’
অপারেশন ডেভিল হান্ট কেন প্রয়োজন হলো– জানতে চাইলে সচিব বলেন, ‘এখন দেখা গেল র্যান্ডম শুরু হয়ে গেছে দেশকে আনস্টেবল (অস্থিতিশীল) করার চেষ্টা। এই জিনিসটা যেন না থাকে। যাতে মানুষের মনকে উদ্বেলিত না করে, সেজন্য এই প্রচেষ্টা। আরেকটু ফোকাসড ওয়েতে।’
অভিযানের নামকরণ নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘প্রতিটি অপারেশনের একটা কোড নেম হয়, ফোকাস করার জন্য। পুলিশের ও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, সেই ক্ষমতাই ডেভিল হান্ট অপারেশনে প্রয়োগ করা হচ্ছে।’
এ অভিযানে পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারের কারণ জানতে চাইলে নাসিমুল গনি বলেন, ‘তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।’
অন্তর্বর্তী সরকার আসার পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘অনেকে মনে করেছে ওই সময় বের হলে আমার অসুবিধা হবে। কিন্তু এখন যারা সাজা খেটে বের হয়েছে, তারা ২৫ বছর ২০ বছর জেলে থেকেছে। হতে পারে সন্ত্রাসী, এখনও হতে পারে হয়তো। যদি সে রকম কোনো অ্যাকশন হয়, তাহলে ধরব।’
সারাদেশে অপারেশন ডেভিল হান্ট
অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গাজীপুরে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর ও জেলা পুলিশের অভিযানে মোট গ্রেপ্তার ৮১ জন।
এদিকে রোববার রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলা থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হবিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের ব্যক্তিগত সহকারী জামাল হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে হবিগঞ্জ শহরের কালিবাড়ী এলাকা থেকে জামালকে ধরে পুলিশে দেয় ছাত্র-জনতা। এদিন রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ ও ছাত্রলীগ কর্মী আব্দুস ছালাম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
রোববার ভোরে শেরপুর জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলাম ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শনিবার রাতে নুরুল করিম নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রোববার ভোরে অভিযান চালিয়ে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীতে এক শিক্ষার্থীর করা নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের অফিসে নাশকতার মামলায় পৌর ছাত্রলীগের সদস্য রাহুল কুমার আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন গাজীকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, শাহাবুদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। রোববার রাঙামাটিতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের বাঁশখালীতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে হাতিয়ার বিভিন্ন স্থানে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে ৫ নম্বর চর ঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, আব্দুল মাজেদ পলাশ, আব্দুল জাহের পিন্টু, সিরাজুল ইসলাম রাফসান ও আবুল কালাম বিটুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হাতিয়ায় ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর ছ সরক র উপজ ল ইসল ম আওয় ম
এছাড়াও পড়ুন:
অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১৩০৮
অপারেশন ‘ডেভিল হান্টে’ এখন পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অপারেশন পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে, সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে ১ হাজার ৩৪ জনকে।
ডেভিল হচ্ছে শয়তান আর হান্ট মানে শিকার। ডেভিল হান্ট, যার ইংরেজি শাব্দিক অর্থ শয়তান শিকার করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বুঝানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এক যোগে শুরু হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র ও সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এই হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
ঢাকা/এমআর/এনএইচ