Samakal:
2025-02-10@14:32:12 GMT

উদীচীতে সংকট আরও বেড়েছে

Published: 9th, February 2025 GMT

উদীচীতে সংকট আরও বেড়েছে

জাতীয় সম্মেলনে হট্টগোল, হামলা চালিয়ে কয়েকজনকে আহত করার অভিযোগ ও পাল্টাপাল্টি কেন্দ্রীয় কমিটি গঠনের পর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীতে সংকট আরও ঘনীভূত হয়েছে। দু’পক্ষ এবার পাল্টাপাল্টি দোষারোপে নেমেছে। একে অপরের বিরুদ্ধে ভাঙন ধরিয়ে সংগঠনটি ধ্বংসের ষড়যন্ত্র করার অভিযোগও উঠেছে।    

এদিকে উদীচীতে ভাঙনের এমন শঙ্কা তৈরির পেছনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কোনো কোনো প্রভাবশালী নেতাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, নেতৃত্বের দ্বন্দ্ব ও ক্ষুদ্র স্বার্থে সিপিবি নেতারা উদীচীতে ভাঙন ধরাতে চাইছেন। সিপিবির সর্বশেষ কংগ্রেসে নেতৃত্ব নির্বাচন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। যার প্রভাব এখন দলের অন্যান্য গণসংগঠনেও পড়েছে বলে মনে করেন কেউ কেউ। 
উদীচীর তিন দিনব্যাপী ২৩তম জাতীয় সম্মেলনের শেষ দিন গত শনিবার বিকেলে ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে হট্টগোলের ঘটনাটি ঘটে। পরে কাউন্সিল অধিবেশনের সভাপতি হাবিবুল আলম সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে জামশেদ আনোয়ার তপনের নাম ঘোষণা করেন। সম্মেলন মঞ্চে এ কমিটির শপথবাক্য পাঠ করান হাবিবুল। এ নিয়ে আরেক পক্ষ তুমুল প্রতিবাদ জানালে উত্তেজনা ও ধাক্কাধাক্কি হয়। সাত কর্মীর আহত হওয়ার খবরও চাউর হয়। পরে অন্য পক্ষ বদিউর রহমানকে সভাপতি পদে রেখে অমিত রঞ্জন দে’কে সাধারণ সম্পাদক করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এই পক্ষও পরে শপথ নেয়। 

এর পর জাতীয় সম্মেলন ‘সফল’ হওয়ার দাবি করে শনিবার রাতেই তপনের নেতৃত্বাধীন অংশটি মিছিল বের করে। সংগঠনের সভাপতি বদিউর রহমানকেও মিছিলে যুক্ত করা নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। এতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনে ভাঙনের শঙ্কা দেখা দেয়।  
এ অবস্থায় উদীচীর সভাপতি বদিউর রহমান গতকাল রোববার বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। উদীচীর প্যাডে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, উদীচীর সম্মেলন ঘিরে আগে থেকেই ষড়যন্ত্র ছিল। কাউন্সিলে হট্টগোল থামাতে দেওয়া হয়নি তাঁকে।  

বিবৃতিতে প্রবীণ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন, সম্মেলন-পরবর্তী মিছিলেও স্বেচ্ছায় যাননি তিনি। হাবিবুল আলম ও জামশেদ আনোয়ার তপনের নেতৃত্বাধীন পক্ষটি ভুল বুঝিয়ে ও জোর করে মিছিলে নিয়ে গিয়েছিল তাঁকে। তাঁর (বদিউর) অসুস্থতার সুযোগ নিয়ে প্রথমে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া ও পরে উদীচী অফিসে নেওয়ার কথা বলে জোর করে রিকশায় ওঠানো হয়। এর পর মিছিল শুরু করে একজন কর্মীসহ তাঁকে বহনকারী রিকশাকে ওই মিছিলের সামনে চলতে বাধ্য করা হয়। এক পর্যায়ে রাতেই তাঁকে উদীচী অফিসে নিয়ে ‘নতুন কমিটির প্রথম সভা’ করানোর চেষ্টাও করা হয়।  
হাবিবুল-তপনের নেতৃত্বাধীন এ পক্ষটি গতকাল বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকে প্রতিপক্ষের বিরুদ্ধে ‘সংগঠন ধ্বংসের ষড়যন্ত্রের’ পাল্টা অভিযোগ এনেছেন। এতে তপন বলেন, উদীচীর কাউন্সিলে প্রতিনিধিদের মতামতের বিপরীতে গিয়ে পাল্টা কমিটি ঘোষণা করা দুঃখজনক ও স্পষ্টত ষড়যন্ত্র।  
এ কমিটির সহসভাপতি হাবিবুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সর্বব্যাপী নতুন চিন্তার সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ঐতিহাসিক দায় বর্তেছে উদীচীর ওপর। যারা বিভক্তি ডেকে আনছে, তারা সাংস্কৃতিক আন্দোলনের জন্য শুভশক্তি নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এ অংশের কমিটির সহসভাপতি ইকরামুল কবীর ইল্টু, জহিরুল ইসলাম স্বপন, সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান, সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর, বিজন রায়, সদস্য রুমি দে, শিল্পী আক্তার, তাহমিনা আক্তার নীলা প্রমুখ। রাতে অন্য অংশের সাধারণ সম্পাদক অমিত  রঞ্জন দে সমকালকে বলেন, হাবিবুল-তপনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং তারাই অগঠনতান্ত্রিকভাবে উদীচী নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।  

অন্যদিকে উদীচীর কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব ঘিরে ফেসবুকেও পাল্টাপাল্টি পোস্ট এবং ছবি-ভিডিও শেয়ার অব্যাহত রয়েছে। সিপিবির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম একাই গত দু’দিনে আটটি পোস্ট ও ভিডিও শেয়ার দিয়ে তপনের কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। সিপিবি ও উদীচীর অন্য নেতারাও কেউ তপন আবার কেউ অমিতকে বৈধ সাধারণ সম্পাদক দাবি করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। তবে কমেন্টে অনেকেই উদীচী ভেঙে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন। 
জানতে চাইলে মুজাহিদুল ইসলাম সেলিম সমকালকে বলেন, ‘আমি কারও পক্ষে কোনো পোস্ট দিইনি। কেবল আমার কাছে আসা পোস্ট ও ভিডিও শেয়ার করেছি। আর উদীচীতে সৃষ্ট সংকটের জন্য সিপিবির কাউকে দায়ী করার বিষয়টি অপপ্রচার। বরং  গণসংগঠন হিসেবে উদীচী এই সংকট কাটিয়ে উঠবে এবং সিপিবি সবসময়ই পাশে থাকবে।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, উদীচী গঠনতান্ত্রিক বিধিবিধান মেনে চালিত হবে– এটাই প্রত্যাশা। তবে উদীচীর বিষয়ে সিপিবির কেউ যদি অনৈতিক ভূমিকা পালনের চেষ্টা করেন, সে ক্ষেত্রে আমরা নিয়মানুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন দ র য় কম ট ষড়যন ত র তপন র ন কম ট র স গঠন

এছাড়াও পড়ুন:

বন্দরে  কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষাভ ও পথসভা  

বন্দরে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক লিফলেট বিতরণের বিরুদ্ধে বিক্ষাভ মিছিল ও পথ সভা করেছে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলীনগর  ঘুরে ঘারমোড়া বাজার এলাকায়  এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয়।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে  পথ সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে পথ সভায়  কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল  বলেন, মহানগর বিএনপি আহবায়ক এড: শাখাওয়াত হোসেন ও সদস্য সচিব এড: টিপু এবং বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারন সম্পাদক হারুন উর রশিদ লিটনের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

তিনি আরো বলেন, আপনারা জানেন ভোট চোর শেখ হাসিনা ১৫ বছর বিনা ভোটে  ক্ষমতায় থেকে এদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার কাছে সব কিছু  হারিয়ে এখন ভারতে বসে  বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানা ভাবে  ষড়যন্ত্র চালিয়ে আসছে। তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জিয়ার সৈনিকেরা সব সময় প্রস্তুত আছে।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা দ্বীন ইসলাম, মোখলেস মাষ্টার,মোতালেব, শাহাদাত, আশাবুদ্দিন, সামছুজ্জামান স্বপন, কাউছার, সুজন, জাব্বার, কাউছার, সাইদুল ইসলাম শুভ, শ্যামল, আব্দুল্লা, এবাদুল্লাহ প্রধান, আজমুল প্রধান, লিটন প্রধান, মোক্তার হোসেন, আনোয়ার হোসেন ও মৎসজীবি দলের নেতা লিখন খান, সদস্য অলি আহাম্মেদ ও জাব্বার যুবদল নেতা এমদাদ হোসেন, তোফাজ্জল হোসেন, লিটন মিয়া, যুবদল নেতা মোঃ রাকিব, রুবেল হোসেন প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • খালাস পেলেন মাহমুদুর রহমান
  • জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা: আপিলে খালাস পেলেন মাহমুদুর রহমান
  • উদীচীর সম্মেলন ঘিরে ষড়যন্ত্রের কথা বললেন সভাপতি বদিউর রহমান
  • ঢাকায় ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • বিএনপি মঙ্গলবার থেকে জেলা-মহানগরে সভা-সমাবেশ করবে
  • বন্দরে  কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষাভ ও পথসভা  
  • ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব
  • ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব
  • আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল