কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার ব্যস্ত সড়কে ভোগান্তি
Published: 9th, February 2025 GMT
পাবনার চাটমোহরের জার্জিস মোড় থেকে মান্নানগর পর্যন্ত ১৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক। কয়েক বছর ধরেই বেহাল সড়কে ভোগান্তির শেষ ছিল না। গত বছর জুনে সংস্কার কাজ শুরু হওয়ায় মানুষ স্বস্তি প্রকাশ করেন। কিন্তু তা বেশি দিন টেকেনি। গত বছর ৫ আগস্টের পট পরিবর্তনে কাজ ফেলে পালিয়ে গেছেন ঠিকাদার। স্বস্তির সংস্কার কাজ এখন অভিশাপে পরিণত।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, গত বছর ১১ জুন তূর্ণা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ পায়। ১৮ কিলোমিটার সংস্কারে ব্যয় ধরা হয় ১৬ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল আজ সোমবার। কিন্তু সড়কের ১২ কিলোমিটার পাথর ফেলে লাপাত্তা ঠিকাদার আজাদুর রহমান। অবশ্য আগেও তাঁর বিরুদ্ধে অনেক কাজ শেষ না করে কোটি কোটি টাকার বিল তোলার অভিযোগ রয়েছে।
সরেজমিন দেখা যায়, সড়কের ১২ কিলোমিটারের পুরোনো কার্পেট উঠিয়ে নতুন করে পাথর দেওয়া হয়েছে। ফলে মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বাকি ছয় কিলোমিটার ব্যস্ততম এ সড়কে হাঁটুসমান বালু। প্রায়ই গাড়ি আটকা পড়ছে। ঠেলে তুলতে হচ্ছে। এ সময় বালুতে পড়ে অনেকেই নাজেহাল হচ্ছেন।
বালু আর ধুলোমাখা পথ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পণ্যবাহী পরিবহন। সড়কের পাশের সব গাছপালা এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। ঘরবাড়ি ধুলায় ঢাকা পড়েছে। সড়কের ধুলার কারণে একদিকে যেমন যান চলাচল বিঘ্নিত হচ্ছে; অন্যদিকে পরিবেশ ও স্বাস্থ্যগত নানা সমস্যা দেখা দিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পথচারী ও গাড়িচালকরা জানান, এটি জেলার অন্যতম ব্যস্ত আঞ্চলিক মহাসড়ক। প্রতিদিন এখানে ১০-২০ হাজার গাড়ি চলাচল করে। কিন্তু বেহাল সড়কের কারণে তা নেমে এসেছে কয়েকশতে। বালুর মধ্যে অনেক গাড়ি আটকা পড়ে। আরোহীদের অনেকে আহত হয়েছেন। মাথা ঢেকে, মুখে মাস্ক দিয়েও চলাচল করা দায়।
ঠিকাদারের গাফিলতির কথা স্বীকার করে সড়ক ও জনপদ অধিদপ্তর-পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, ‘এখানে ঠিকাদারের গাফিলতি আছে। আমরা একাধিকবার তাকে সতর্ক করেছি, নোটিশও দিয়েছি। কর্ণপাত না করায় তাঁর চুক্তি বাতিলে বিভিন্ন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, দেখি।’ এ ব্যাপারে ঠিকাদার আজাদুর রহমানের সঙ্গে যোগাযোগ করেও সমকাল তাঁর বক্তব্য পায়নি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদার গ্রেপ্তার
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বিস্তারিত আসছে...