খণ্ডকালীন শিক্ষকদের দৌরাত্ম্য শিক্ষার্থীদের সর্বনাশ
Published: 9th, February 2025 GMT
টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে অভিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষকদের বাদ দিয়ে খণ্ডকালীন শিক্ষকদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খণ্ডকালীন শিক্ষক দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পাঠদানে বিদ্যালয়ে শিক্ষার মানের অবনমন ঘটছে। এ ছাড়া টিউশন বাণিজ্যসহ ভুয়া বিল-ভাউচার দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল্টন তালুকদার তাঁর কয়েকজন স্বজনকে বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। এসব খণ্ডকালীন শিক্ষক শ্রেণির গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদান করেন। তারা টিউশন বাণিজ্যের পাশাপাশি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কোচিং করান। এ বছর এসএসসি কোচিংয়ের জন্য শিক্ষার্থীপ্রতি ৬ হাজার টাকা আদায় করা হয়েছে। গত বছরে তাদের কোচিংয়ের পরও বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
অভিভাবক শ্যামল বিশ্বাস বলেন, ২০২৫ সালের এসএসসির ফরম পূরণে ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এ ছাড়া কোচিং করানোর কথা বলে নেওয়া হয়েছে ৬ হাজার টাকা। কোচিংয়ে খণ্ডকালীন ও সাবজেক্ট-বহির্ভূত বিষয়ের শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। তাদের পাঠদানের কোনো যোগ্যতা নেই। গত বছর এসএসসিতে ১৬৪ জনের মধ্যে ৫০ জন ফেল করেছে। প্রধান শিক্ষকের আশীর্বাদপুষ্ট খণ্ডকালীন শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা আদায় করেন। তাই এখানে শিক্ষার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। ঐতিহ্যবাহী বিদ্যালয়টি সর্বনাশের মুখে পড়ছে।
অপর এক অভিভাবক অবণী সেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল্টন তালুকদার অবৈধভাবে তাঁর ভাই সুজন তালুকদার, জ্ঞাতি ভাই অশোক সেন ও অশোক মণ্ডলকে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছেন। নিয়মিত শিক্ষক বসিয়ে রেখে গুরুত্বপূর্ণ ক্লাস পছন্দের অযোগ্য শিক্ষক দিয়ে করান। তাদের প্রাইভেট বাণিজ্যের সুযোগ করে দেন। তাদের কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের ফেল করান। এ কারণে স্কুলটির শিক্ষার মান দিন দিন নেমে যাচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের ক্যাশবুকের আপডেট নেই বলেও অভিযোগ করেন তিনি।
গত ৩০ জানুয়ারি ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক মিলনায়তনে ক্লাস রুটিন পাওয়া যায়নি। জিজ্ঞেস করলে সিনিয়র শিক্ষক স্বপন রায় জানান, ক্লাস রুটিন প্রধান শিক্ষকের কাছে আছে। এ বিষয়ে প্রধান শিক্ষক মিল্টন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, ক্লাস রুটিন সংশোধন করা হচ্ছে। সংশোধিত কপি কম্পিউটারের মধ্যে রয়েছে। এখন বিদ্যুৎ নেই। তাই দেখানো যাচ্ছে না। বিদ্যুৎ এলে প্রতিবেদকের ম্যাসেঞ্জারে পাঠানোর প্রতিশ্রুতি দেন। ১০ দিন অতিবাহিত হলেও তিনি এ প্রতিবেদকের ম্যাসেঞ্জারে ক্লাস রুটিন পাঠাননি।
স্কুলের অফিস সহকারী মনি মোহন সেনের ভাষ্য, আড়াই বছর ধরে বিদ্যালয়ের ক্যাশবুক আপডেট নেই।
বিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক সুজন তালুকদার জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের যেভাবে নির্দেশনা দেন, সেভাবেই তারা দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের ক্লাস রুটিনে এ সমস্যা থাকবে না।
ক্লাস রুটিনে খণ্ডকালীন শিক্ষকদের প্রাধান্য দেওয়ার বিষয়টি স্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল্টন তালুকদার বলেন, চলতি বছরের ক্লাস রুটিনে এ সমস্যা থাকবে না। সাবজেক্ট-বহির্ভূত শিক্ষকদের আর প্রাধান্য দেওয়া হবে না। নিয়মিত শিক্ষকরা ক্লাস করবেন। এখন থেকে এসএসসির কোচিংয়ের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে। বিদ্যালয়ের ক্যাশবুক দ্রুত আপডেটের উদ্যোগ নিয়েছেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাভি পালনে বদলে গেছে মনজুরুলের ভাগ্য
মধ্যবিত্ত পরিবারের ছেলে মনজুরুল ইসলাম। কিছুটা টানাটানির সংসারে এসএসসি পাসের পর ভাগ্য ফেরাতে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অনেক চেষ্টা করে এবং অনেক জায়গায় ঘোরাঘুরি করেও কোনো কাজ হয়নি। পরে শুরু করেন চাকরি খোঁজা, তা–ও মেলেনি। শেষ পর্যন্ত স্ত্রীর সোনার অলংকার বিক্রি করে দুটি বকনা বাছুর কিনে লালনপালন শুরু করেন।
ধীরে ধীরে তাঁর দিন বদলে যেতে থাকে। বর্তমানে তাঁর খামারে গাভির সংখ্যা ৩০টি। ৫০ হাজার টাকা মূলধন নিয়ে শুরু করা মনজুরুল এখন প্রতিদিন দুধ বিক্রি করে খরচ বাদে আয় করেন ২ হাজার টাকা। ভাগ্য বদলে গেছে তাঁর। সংসারে ফিরেছে সচ্ছলতা। তাঁকে দেখে উৎসাহিত হয়ে অনেকেই গাভির খামার করেছেন।
মনজুরুলের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার বকশিপাড়া গ্রামে। উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে কাঁচা-পাকা পথ ধরে তাঁর বাড়িতে যাওয়ার পথে গ্রামে ঢুকতেই বিভিন্ন মাঠজুড়ে অসংখ্য গাভি ও বাছুর চরে বেড়াতে দেখা যায়।
সম্প্রতি মনজুরুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি গাভিগুলোকে গোসল করাতে ব্যস্ত। কিছুক্ষণ পর খামার থেকে বের হয়ে বাড়ির সামনে কাঁঠালগাছের তলায় এ প্রতিনিধিকে বসতে দিলেন। শোনালেন তাঁর সংগ্রামী জীবনের গল্প। মনজুরুলের ভাষ্য, ১৯৭৮ সালে মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। কৃষক বাবার তিন একর জমি চাষ করে যা আয় হতো, তা দিয়ে চলত তাঁদের সংসার। ছোটবেলা থেকে তিনি দেখেছেন, আশপাশের অনেকে বিদেশে গিয়ে কাজ করে ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন। তাঁরও ইচ্ছা ছিল বিদেশে যাওয়ার। ১৯৯৪ সালে এসএসসি পাসের পর বিদেশে যাওয়ার চেষ্টা শুরু করেন। এর কাছে যান, ওর কাছে যান। কিন্তু কয়েক বছরের চেষ্টায়ও বিদেশ যাওয়া হয়নি। এরই মধ্যে পড়াশোনায় ছেদ পড়ে। শুরু করেন চাকরির চেষ্টা, যাতে নিজে অন্তত চলা যায়। কিন্তু চাকরিও জোটে না।
২০০৭ সালে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের রহিম বকসের মেয়ে ইফতে আরাকে বিয়ে করেন মনজুরুল। দেড় বছরের মাথায় তাঁদের সংসারে আসে ছেলে জিল্লুর রহমান। ছেলের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর সোনার অলংকার ৫০ হাজার টাকায় বিক্রি করেন। ২০০৯ সালের জানুয়ারিতে রংপুরের কাউনিয়া উপজেলার শাহবাজ গ্রাম থেকে এই টাকায় দুটি বকনা বাছুর কিনে আনেন। বছর দুয়েক পর বাছুর দুটি গাভিতে পরিণত হয়, বাচ্চা দেয়। প্রতিদিন ৩৫ লিটার দুধ দিতে শুরু করে। এই দুধ বিক্রি করে দিনে আয় হতো প্রায় ৭০০ টাকা। এভাবে তিন বছরে শংকর জাতের আরও দুটি গাভি কেনেন। হয়ে যায় ছোটখাটো একটি খামার। সব মিলিয়ে বর্তমানে মনজুরুলের খামারে ৩০টি গাভি আছে। প্রতিদিন খামার থেকে গড়ে ১৪০ থেকে ১৫০ লিটার দুধ পান। প্রতি লিটার দুধ ৫০ টাকা দরে বিক্রি করে খরচ বাদে দৈনিক ২ হাজার টাকা লাভ থাকে তাঁর। বছরে দুই লাখ টাকার গাভিও বিক্রি করেন তিনি।
এই আয়ের টাকায় মনজুরুল পাকা বাড়ি করেছেন, কিনেছেন আবাদি জমি। মাছ চাষের জন্য খনন করেছেন পুকুর। গাভির খামারও করেছেন আধা পাকা। দামি কাঠের আসবাবে সাজিয়েছেন ঘর। বাড়ির চারদিকে আম, কাঁঠাল, লিচু, পেয়ারার গাছ এবং শাকসবজি লাগিয়েছেন।
মনজুরুল ইসলাম বলেন, ‘গাভি আমার ভাগ্য বদলে দিয়েছে। স্ত্রী–সন্তান নিয়ে দুধে–ভাতে দিন কাটছে। গ্রামের অনেকেই আমার কাছে পরামর্শ নিয়ে গাভির খামার করছে। আমার ইচ্ছা আছে ২০০ গাভির খামার করার।’
মনজুরুলের কাছ থেকে পরামর্শ নিয়ে গাভি পালন করে গ্রামের অনেকেই আর্থিকভাবে সচ্ছলতা পেয়েছেন। আজমাল হোসেন, মোহাম্মাদ আলী, সাইফুল ইসলাম, একাব্বর হোসেন, জান্নাতুল ইসলামসহ ২০-২৫টি পরিবার ৭-৮ বছর ধরে গাভি পালন করে এখন অনেকেই গরুর খামারের মালিক। গ্রামের সিরাজুল ইসলাম এখন সাতটি গাভির মালিক। নিজের বাড়ি, আবাদি জমি হয়েছে। গাছপালাঘেরা বাড়িতে হাঁস-মুরগি ও গাভি পালন করে এখন সুখের সংসার তাঁর। সিরাজুলের স্ত্রী জোহরা খাতুন বলেন, এসব পরিশ্রমের ফল। গ্রামের অন্যদেরও তা–ই। আগের মতো গ্রামে বেকার কেউ নেই।
গ্রামের মশিয়ার রহমান আগে গাড়ি চালাতেন। মনজুরুলকে দেখে পাঁচ বছর আগে গাভি পালন শুরু করেন। এখন তাঁর মাসিক আয় ২৫ হাজার টাকা। মশিয়ার বলেন, সড়ক দুর্ঘটনার কারণে গাড়ি চালানো বাদ দেন। কিন্তু কী করে খাবেন, সেই চিন্তায় মাথা ঘুরছিল। পরে মনজুরুলে পরামর্শে চারটি বিদেশি জাতের গাভি কিনে লালনপালন শুরু করেন।
তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম ইফতেখারুল বলেন, খামারিদের মডেল মনজুরুল। তিনি এলাকায় গাভির খামার করে নিজেকে যেমন প্রতিষ্ঠিত করেছেন। তেমনি এলাকার অন্যদেরও খামার গড়তে উদ্বুদ্ধ করেছেন। এখন বকশিপাড়া গ্রামের প্রতিটি বাড়িতে গাভি পালন করা হচ্ছে।