Prothomalo:
2025-04-12@10:04:31 GMT

নিরিবিলি পরিবেশ, বিক্রি কম

Published: 9th, February 2025 GMT

ছুটির দুই দিনের পর গতকাল রোববার অমর একুশে বইমেলায় লোকসমাগম ছিল কম। পরিবেশ ছিল বেশ নিরিবিলি। যাঁরা প্রকৃতই বই কিনতে মেলায় যান, তাঁদের জন্য এ রকম পরিবেশ ভালো। স্বস্তির সঙ্গে ঘুরে ঘুরে পছন্দের বই খুঁজে নেওয়া যায়। কিন্তু বই কেনার মতো গ্রন্থানুরাগীর সংখ্যা খুব বেশি নয়। সে কারণে মেলায় লোকসমাগম কম হলে বিক্রিও কমে যায়।

গতকাল সন্ধ্যায় অন্য প্রকাশের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির পরিচালক সিরাজুল কবির চৌধুরী বললেন, তাঁদের স্টলে বিক্রি ভালো। কারণ, হুমায়ূন আহমদসহ জনপ্রিয় লেখকদের বই তাঁদের আছে। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে লোকসমাগম কম হলে বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ে। তিনি বললেন, এবার শুরুর দিন থেকেই মেলায় লোকজনের উপস্থিতি ভালো ছিল। তাঁরা এবারও বেশ কিছু তরুণ লেখকের সৃজনশীল বই এনেছেন। এসব তরুণ তাঁদের নিজস্ব পাঠকশ্রেণি গড়ে তুলতে পেরেছেন।

সন্ধ্যায় কবি ফরিদ কবির ও কথাশিল্পী নাসরীন জাহান ছিলেন অন্যপ্রকাশের প্যাভিলিয়নে। ফরিদ কবির জানালেন, এবার এখান থেকে আসবে তাঁর প্রথম উপন্যাস নীল মাকখির চোখ। নাসরিন জাহান জানালেন, বিদ্যাপ্রকাশ থেকে এসেছে তাঁর গল্পগ্রন্থ বখতিয়ারের বানরগুলি। আর বেঙ্গল বুকস থেকে আসবে উপন্যাস পালকের চিহ্নগুলি। তাঁরা বললেন মেলার নিরাপত্তা যেমন নিশ্চিত করা দরকার, তেমনি সব ধরনের মানুষ যেন নিরাপদে মেলায় আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

গতকাল মেলায় নতুন বই এসেছে ৯৭টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে সুবর্ণ এনেছে বিশিষ্ট অভিনয়শিল্পী আবুল হায়াতের জীবনী রবি পথ, প্রথমা এনেছে শিবব্রত বর্মনের উপন্যাস শোধ, সাহিত্য কথা এনেছে ইতিহাসবিষয়ক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা, মূল লেখক নাঈম হক, অনুবাদ নাদিরা মজুমদার। অন্যপ্রকাশ এনেছে আশরাফ কায়সারের কবিতা গাছ নেই ছায়া পড়ে আছে, অনন্যা এনেছে আনজীর লিটনের নির্বাচিত কিশোর গল্প-উপন্যাস, ঐতিহ্য এনেছে নাগিব মাহফুজের কায়রো ট্রিলজি: প্যালেস ওয়াক, প্যালেস অব ডিজায়ার, সুগার স্ট্রিট, অনুবাদ আনোয়ারা হোসেইন মঞ্জু; কথাপ্রকাশ এনেছে সুন্দরবন ও বনজীবী মানুষের জীবনালেখ্য নিয়ে সাদিয়া মাহ্জাবীন ইমামের বনের মানুষ মানুষের বন, পাঞ্জেরী এনেছে তপন বাগচীর উপন্যাস শেষ দৃশ্যের আগে, আগামী এনেছে মুস্তফা মজিদ সম্পাদিত আদিবাসী সংস্কৃতি।

প্রথমার স্টলে গতকাল যেসব বই বেশি চলেছে, তার মধ্যে ছিল বদরুল আলম খানের সোভিয়েত রাশিয়া ভাঙল কেন, বিরূপাক্ষ পালের বাংলাদেশের অর্থ খাত ও নীতি-অনীতির দ্বন্দ্ব, জহির রায়হানের অগ্রন্থিত গল্পগুচ্ছ: যখন যন্ত্রণা, অদ্বৈত মল্লবর্মণ অনূদিত আরভিং স্টোনের উপন্যাস জীবন-তৃষা।

গতকাল মেলার মূলমঞ্চে ছিল ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা। আতাহার খানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ; আলোচনা করেন আসিফ হায়দার ও শাওন্তী হায়দার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপন য স গতক ল

এছাড়াও পড়ুন:

টার্মিনালে বসে থাকা নড়াইল এক্সপ্রেসের সুপারভাইজার মুসাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা

নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার কালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম সমকালকে বলেন, ‘নতুন বাস টার্মিনাল এলাকায় একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তবে তাৎক্ষণিকভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।'

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ